সেট উত্তরপত্র প্রকাশিত হল

তবে পরীক্ষার চূড়ান্ত ফল কখন ঘোষণা করা হবে, সে-সম্পর্কে কিছু জানায়নি রাজ্যের কলেজ সার্ভিস কমিশন। এবার প্রায় ৮৫ হাজার প্রার্থী পরীক্ষায় বসেছিলেন।

Must read

প্রতিবেদন : ২৪তম স্টেট এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ সেট-এর আনসার-কি বা উত্তরপত্র প্রকাশ করল পশ্চিমবঙ্গ কলেজ সার্ভিস কমিশন। পরীক্ষার্থীরা কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই উত্তরপত্র মিলিয়ে দেখতে পারবেন। ওয়েবসাইটগুলি হল—
www.wbcsc.org.in এবং www.wbcsconline.in এই answer key দেখে প্রার্থীরা তাঁদের দেওয়া উত্তর ঠিক কী ভুল, তা জানতে পারবেন। যদি কোনও রকম আপত্তি থাকে তা ওয়েবসাইটের মাধ্যমে কলেজ সার্ভিস কমিশনকে জানাতে পারবেন।

আরও পড়ুন-বিধ্বংসী শামিতেই ম্যাচ ও সিরিজ

গত  ৮ জানুয়ারি সেট নেওয়া হয়েছিল। সেই হিসেবে পরীক্ষার ১২ দিনের মাথায় উত্তরপত্র প্রকাশ করা হল। তবে পরীক্ষার চূড়ান্ত ফল কখন ঘোষণা করা হবে, সে-সম্পর্কে কিছু জানায়নি রাজ্যের কলেজ সার্ভিস কমিশন। এবার প্রায় ৮৫ হাজার প্রার্থী পরীক্ষায় বসেছিলেন।

Latest article