প্রতিবেদন : এখন দুয়ারে চিকিৎসা। স্বাস্থ্য পরিষেবা পেতে এখন আর দূরের হাসপাতাল বা নার্সিংহোমে ছুটতে হবে না। বাড়ি থেকে বেরোলেই সেবাশ্রয় স্বাস্থ্যশিবির। ২ জানুয়ারি থেকে ডায়মন্ড হারবারের ব্লকে ব্লকে শুরু হয়ে যাবে এই শিবির। বাড়ি থেকে পা বাড়ালেই মিলবে পরিষেবা। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মানবিক প্রয়াস ডায়মন্ড হারবারে সেবাশ্রয় (Sevashray) স্বাস্থ্যশিবির। ডায়মন্ড হারবার জুড়ে এই শিবিরে স্বাস্থ্য-পরিষেবা নিয়ে হাজির থাকবেন চিকিৎসকেরা। গত নভেম্বরে আমতলার সমন্বয় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে একটি ‘সমন্বয়’ বৈঠক করেন অভিষেক। সেই সভা থেকেই নিজের সংসদীয় এলাকার জন্য পৃথক কর্মসূচির ডাক দেন তৃণমূল সাংসদ। কর্মসূচির নাম দেন ‘সেবাশ্রয়’ (Sevashray)। ডায়মন্ড হারবারের সাত বিধানসভায় বসবে স্বাস্থ্যশিবির। প্রতিটি বিধানসভায় ১০ দিন ধরে স্বাস্থ্যশিবিরের পরিকল্পনা করা হয়েছে। সেইমতো প্রস্তুতিও সারা। দশ দিনের মধ্যে সাতদিন শিবির পরিচালনায় থাকবেন জেনারেল মেডিসিনের চিকিৎসকেরা। একেক দিন বিধানসভাভিত্তিক ৪০টি শিবির করার পরিকল্পনা রয়েছে তাঁদের। বাকি তিনদিন সুপার স্পেশ্যালিটি বিভাগের চিকিৎসকেরা থাকবেন। ‘চলমান-হাসপাতাল’-এর মাধ্যমে পরিষেবা দেওয়া হবে। রক্ত পরীক্ষার পাশাপাশি পোর্টেবল ইসিজি পরিষেবাও মিলবে শিবিরে। হিমোগ্লোবিন-সহ রক্তের নানাবিধ পরীক্ষা-সহ ডেঙ্গি পরীক্ষার সুবিধা এবং তৎক্ষণাৎ ডায়গনস্টিক টেস্টও হবে। শুধু বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাই নয়, বিনামূল্যে ওষুধও দেওয়া হবে। অ্যাপ-ভিত্তিক রেজিস্ট্রেশন ও রিয়েল টাইম আপডেট মিলবে। থাকবে হেল্প ডেস্কও। পঁচাত্তর দিন ধরে চলবে এই কর্মসূচিটি। আটশোরও বেশি চিকিৎসক যোগ দেবেন শিবিরে। প্রতি শিবিরে অন্তত দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। ‘সেবাশ্রয়’ শিবির আয়োজনের অন্যতম উদ্দেশ্য হল ডায়াবেটিস থেকে ক্যান্সার, স্ট্রোকের সম্ভাবনা থেকে হার্টের অসুখ শুরুতেই ধরা পড়লে যাতে সহজেই বিনামূল্যে চিকিৎসার সুযোগ পাওয়া যায়। ডায়মন্ড হারবারের মানুষের স্বাস্থ্য সুরক্ষিত রাখতেই এই মানবিক উদ্যোগ নিয়েছেন সাংসদ। এছাড়াও সঙ্কটজনক রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজন হলে ১২টি সরকারি-বেসরকারি হাসপাতালে পাঠানো হবে রেফারেল সিস্টেমে।