প্রতিবেদন : যেমন কথা, তেমন কাজ! আগামিকাল থেকেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে ডায়মন্ড হারবারে শুরু হচ্ছে ‘সেবাশ্রয়’ (Sevashray) শিবির। এবার সাধারণ মানুষের দুয়ারে বিনামূল্যে পৌঁছে যাবে প্রয়োজনীয় স্বাস্থ্য পরিষেবা। এদিন ডায়মন্ড হারবারের এসডিও গ্রাউন্ডে সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। ডায়মন্ড হারবারের প্রতিটি বিধানসভার একাধিক স্কুল, ক্লাব, হাসপাতাল সংলগ্ন মাঠে এই স্বাস্থ্যশিবির হতে চলেছে। কমপক্ষে ১২০০ চিকিৎসক, স্বাস্থ্যকর্মী নিয়ে ৭৫ দিন ধরে চলবে এই কর্মসূচি। শনিবার একটি তালিকা প্রকাশ করে জানানো হয়েছে, সংগ্রামপুর প্রাইমারি স্কুল মাঠ, নারায়ণপুর এফপি স্কুল মাঠ, মশাট মহাশক্তি এফপি স্কুল মাঠ, সিংহবেড়িয়া প্রাইমারি স্কুল মাঠ, নুরপুর হাইমাদ্রাসা মাঠ, খাজেরপোল হাসপাতাল মাঠ, দেওয়ানতলা হাসপাতাল মাঠ-সহ বিভিন্ন জায়গায় এই হেলথ ক্যাম্প হবে। মোট পাঁচজন চিকিৎসকের একটি টিমের নেতৃত্বে চলবে এই কর্মসূচি। সঙ্গে আইএমএ-র প্রতিনিধিরাও থাকতে পারেন। চিকিৎসা-পরিষেবা পেতে ক্যাম্পে গিয়ে প্রথমে স্বেচ্ছাসেবকদের মাধ্যমে নাম রেজিস্ট্রেশন করতে হবে। তারপর চিকিৎসক বিভিন্ন স্বাস্থ্য পরীক্ষা করবেন। চিকিৎসক কোনও টেস্ট প্রেসক্রাইব করলে, সেই টেস্টও ক্যাম্পেই হবে। ব্লাড প্রেশার, শুগার, ম্যালেরিয়া, ডেঙ্গি-সহ মোট ছ’রকম টেস্টের ব্যবস্থা থাকছে ‘সেবাশ্রয়’ (Sevashray) শিবিরেই। চিকিৎসক যেসব ওষুধ দেবেন, তাও ওই ক্যাম্প থেকেই বিনামূল্যে দেওয়া হবে।
আরও পড়ুন- দলের সর্বস্তরের নেতা-কর্মীদের শুভেচ্ছা জানিয়ে বার্তা দিলেন নেত্রী, সমাজসেবাই তৃণমূল কংগ্রেসের লক্ষ্য