২ জানুয়ারি থেকে অভিষেকের ‘সেবাশ্রয়’, ডায়মন্ড হারবারেই এবার স্বাস্থ্য শিবির

Must read

পাঁচ দিন পরই ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রত্যেক নাগরিকের জন্য শুরু হবে ‘সেবাশ্রয়’ (Sevashray) স্বাস্থ্য শিবির। নতুন বছরের ২ জানুয়ারি থেকে শুরু হছে এই শিবির। বাড়ি থেকে পা বাড়ালেই পাওয়া যাবে পরিষেবা। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek banerjee) একটি মানবিক প্রয়াস এটি। তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় ডায়মণ্ড হারবারজুড়ে স্বাস্থ্য পরিষেবা নিয়ে হাজির থাকবেন চিকিৎসকরা।

আরও পড়ুন- পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় মনমোহন সিংয়ের

নভেম্বরে আমতলার সমন্বয় অডিটোরিয়ামে চিকিৎসকদের সঙ্গে একটি ‘সমন্বয়’ বৈঠক করেন অভিষেক। সেই সভা থেকেই নিজের সংসদীয় এলাকার জন্য পৃথক কর্মসূচির ডাক দেন তৃণমূল সাংসদ। কর্মসূচির নাম দেন ‘সেবাশ্রয়’ (Sevashray)। এই পরিষেবায় ডায়মন্ড হারবারের সাত বিধানসভায় স্বাস্থ্য শিবির চলবে। প্রতিটি বিধানসভায় ১০ দিন ধরে স্বাস্থ্য শিবিরের পরিকল্পনা করা হয়েছে। সেইমতো প্রস্তুতি সেরে ফেলা হয়েছে। এই দশ দিনের মধ্যে সাতদিন শিবির পরিচালনায় থাকবেন জেনারেল মেডিসিনের চিকিৎসকেরা। একেক দিন বিধানসভাভিত্তিক ৪০টি শিবির করার পরিকল্পনা রয়েছে তাঁদের।বাকি তিনদিন সুপার স্পেশালিটি বিভাগের চিকিৎসকেরা থাকবেন। ‘চলমান-হাসপাতাল’-এর মাধ্যমে পরিষেবা দেওয়া হবে। রক্ত পরীক্ষার পাশাপাশি পোর্টেবল ইসিজি পরিষেবাও মিলবে শিবিরে। হিমোগ্লোবিন-সহ রক্তের নানাবিধ পরীক্ষা-সহ ডেঙ্গি পরীক্ষার সুবিধা। তৎক্ষণাৎ ডায়গনিস্টিক টেস্টও হবে। শুধু বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষাই নয়, বিনামূল্যে ওষুধও দেওয়া হবে। অ্যাপ ভিচ্চিক রেজিস্ট্রেশন ও রিয়েল চাইম আপডেট মিলবে। থাকবে হেল্প ডেস্কও। পঁচাত্তর দিন ধরে চলবে এই কর্মসূচিটি। আটশোরও বেশি চিকিৎসক যোগ দেবেন শিবিরে। প্রতি শিবিরে অন্তত দু’জন বিশেষজ্ঞ চিকিৎসক থাকবেন। সঙ্কটজনক রোগীদের জরুরি চিকিৎসার প্রয়োজন হলে ১২টি সরকারি-বেসরকারি হাসপাতালে পাঠানো হবে রেফারেল সিস্টেমে।

Latest article