ধৃতের সাতদিনের পুলিশি হেফাজত, চলছে জেরা, আতঙ্ক কাটিয়ে স্কুলে গেল পড়ুয়ারা

বন্দুকবাজের আতঙ্ক কাটিয়ে পুনরায় স্কুলে ফিরল পড়ুয়ারা। এদিন অন্যান্য দিনের মতো পড়ুয়া, স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে আসেন।

Must read

সংবাদদাতা, মালদহ : বন্দুকবাজের আতঙ্ক কাটিয়ে পুনরায় স্কুলে ফিরল পড়ুয়ারা। এদিন অন্যান্য দিনের মতো পড়ুয়া, স্কুলের শিক্ষক-শিক্ষিকারা বিদ্যালয়ে আসেন। তবে নিরাপত্তার স্বার্থে স্কুল চত্বরে মোতায়ন করা ছিল বিশাল পুলিশবাহিনী। বিদ্যালয় শুরু থেকে শেষ পর্যন্ত ব্যাপক পুলিশি নিরাপত্তা লক্ষ্য করা যায়। মুচিয়া চন্দ্রমোহন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বাগতম সাহা জানান, প্রাথমিকভাবে আতঙ্ক কাটিয়ে উঠেছে পড়ুয়া ও বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা।

আরও পড়ুন-চা-শ্রমিকদের মজুরিবৃদ্ধিতে সিলমোহর রাজ্য সরকারের

প্রশাসনকে ধন্যবাদ সাহসিকতার সঙ্গে অভিযুক্তকে গ্রেফতার করেছে। পুলিশি নিরাপত্তা দেওয়ায় আতঙ্ক কমেছে। এদিকে স্কুল-কাণ্ডের অন্যতম হোতা দেব বল্লভকে এদিন মালদহ জেলা আদালতে তোলা হয়। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সে সাবলীলভাবে জানায় তার পরিকল্পনার কথা। ঝাড়খণ্ড থেকে সে আগ্নেয়াস্ত্র ও গুলি কিনেছিল বলে স্বীকার করে। ধৃতকে সাতদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারপতি। মালদহ জেলার পুরাতন মালদহ থানার এক উচ্চ বিদ্যালয়ে বোমা-পিস্তল হাতে স্কুলে ঢুকে পড়েছিল দেব বল্লভ।

আরও পড়ুন-নাইটদের ম্যাচ উপহার দিলাম, তোপ বিরাটের

মালদহের ডেপুটি পুলিশ সুপার আজহারউদ্দিনের নেতৃত্বে পুলিশ বাহিনী তাকে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা যায়, জেরায় দেব বল্লভ জানিয়েছে, সে এই পরিকল্পনা দীর্ঘদিন ধরেই করেছিল। আর সে কারণেই মোটা টাকা দিয়েই পিস্তল কিনেছিল দেবকুমার বল্লভ। সে বিহারের এক অস্ত্র ব্যবসায়ীর সঙ্গে যোগাযোগ করে তার কাছ থেকেই এই আগ্নেয়াস্ত্র কেনে।

Latest article