আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে সপ্তমে সংঘাত, ইজরায়েল-ইরানের যুদ্ধে সরাসরি জড়িয়ে পড়ল ট্রাম্পের আমেরিকা

প্রতিবেদন : মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা! ইজরায়েল-ইরান সংঘাতে এবার সরাসরি ঢুকে পড়ল আমেরিকা! ইরানের তিন পারমাণবিক কেন্দ্রে হামলা চালাল ট্রাম্পের সেনা। হামলার পর মার্কিন সেনাকে ‘অভিনন্দন’ জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইসঙ্গে হুঁশিয়ারির সুরে ইরানকে ‘শান্তির বার্তা’ও দিয়েছেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের এই পদক্ষেপে খুশি ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। এই ঘটনাকে ট্রাম্পের গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন তিনি। আবার আমেরিকাকে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। এবার থেকে প্রত্যেক মার্কিন নাগরিকই ইরানের ‘টার্গেট’ বলে হুঁশিয়ারি দেওয়া হয়েছে সে-দেশের সরকারি সংবাদমাধ্যমে। তারপরই ইজরায়েলের রাজধানী তেল আভিভে প্রত্যাঘাত করেছে ইরান। অন্যদিকে, আমেরিকার এই হামলার কড়া নিন্দা করেছে রাষ্ট্রসঙ্ঘ। ক্ষুব্ধ ইউরোপের দেশগুলিও। এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উদ্বেগ প্রকাশ করে ইরানের রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছেন। মার্কিন হামলার নিন্দা করা হয়েছে পাকিস্তানের বিদেশ মন্ত্রকের তরফেও। তবে মধ্যপ্রাচ্যের এই সংঘাতে সরাসরি মার্কিন হস্তক্ষেপে জ্বালানি তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা আন্তর্জাতিক বিশেষজ্ঞদের।

আরও পড়ুন-মিথ্যাচার গদ্দারের, পাল্টা জবাব তৃণমূল কংগ্রেসের

প্রায় দু’দশক পর সরাসরি যুদ্ধের আসরে নামল আমেরিকা। গত প্রায় তিন সপ্তাহ ধরে চলা ইজরায়েল-ইরান সংঘাতে অবশেষে নাক গলাল ট্রাম্পের সেনা। রবিবার ভোররাতে আন্তর্জাতিক আইনকে তোয়াক্কা না করে ইরানের তিন পারমাণবিক কেন্দ্র ইসফাহান, নাতাঞ্জ এবং ফোর্দোতে আকাশপথে বোমা হামলা চালিয়েছে আমেরিকা। হামলার পর উল্টে কড়া সুরে হুঁশিয়ারিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের তরফে স্পষ্ট হুমকি, ইরানকে শান্তিস্থাপন করতে হবে, নয়তো আরও বিপর্যয় ঘটবে। গত আটদিনে আমরা যে বিপর্যয় দেখেছি, তার চেয়ে আরও অনেক বড় কিছু হবে! আমরা নিখুঁতভাবে হামলা চালিয়েছি। মনে রাখবেন, আরও অনেক ‘টার্গেট’ বাকি! পাল্টা আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে তেহরান। মার্কিন হামলাকে আন্তর্জাতিক আইনের সরাসরি লঙ্ঘন বলে আখ্যা দিয়েছে ইরানের পারমাণবিক শক্তি দফতর। সেদেশের রাষ্ট্রীয় টেলিভিশনের মাধ্যমে জানানো হয়েছে, এখন থেকে প্রতিটি আমেরিকান নাগরিকই টার্গেট। আমেরিকা যে লড়াই শুরু করেছে, ইরান তা শেষ করবে! একইসঙ্গে ইরানের আরও দাবি, হামলার মুখে পড়েও পারমাণবিক কেন্দ্রগুলি থেকে তেজস্ক্রিয় বিকিরণের খবর নেই।

আরও পড়ুন-বেহালা পর্ণশ্রীতে গণপিটুনিতে মৃত রাজস্থানের বাসিন্দা

এদিকে, আমেরিকা ইরানের পারমাণবিক কেন্দ্রে হামলা চালিয়ে আদতে পশ্চিম এশিয়া তথা গোটা বিশ্বের যুদ্ধ পরিস্থিতিকে আরও খারাপের দিকে ঠেলে দিচ্ছে, এমনই প্রতিক্রিয়া দিয়েছেন রাষ্ট্রসঙ্ঘের মহাসচিব অ্যান্টনিও গুয়েতরেজ। তাঁর বক্তব্য, ইরানের বিরুদ্ধে আমেরিকার হামলা নিয়ে আমি অত্যন্ত বিচলিত। ইতিপূর্বেই ওই এলাকায় পরিস্থিতি উত্তেজনাপ্রবণ হয়ে রয়েছে। সেখানে আরও ভয়ঙ্কর উসকানি আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে একটি বড় বিপদ। এর ফলে দ্বন্দ্ব ক্রমশ হাতের বাইরে চলে যাবে এবং গোটা বিশ্বকে আরও বড় বিপর্যয়ের মুখে ঠেলে দেবে। ইরানে সরাসরি মার্কিন হামলার নিন্দা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মারও। আবার মার্কিন হামলার পর প্রত্যাঘাতের আশঙ্কায় অনির্দিষ্টকালের জন্য আকাশসীমায় বিমান চলাচল বন্ধ করেছে ইজরায়েল। ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে ইরান-রাষ্ট্রপতি মাসুদ পেজেসকিয়ানের সঙ্গে ফোনে কথা হয়েছে। সংঘাত আরও বাড়ার আগে কূটনৈতিক আলোচনার মাধ্যমে শান্তি, নিরাপত্তা ও স্থিরতা ফেরানোর বার্তা দিয়েছেন মোদি।

Jago Bangla

Recent Posts

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

7 minutes ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

11 minutes ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

20 minutes ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

25 minutes ago

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

34 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

1 hour ago