চলতি মাসে বিধানসভায় আসছে একাধিক বিল

এই বিলটি প্রথম আসে ১৯৩২ সালে। এরপর এটি আবার ১৯৭২ সালে সংশোধনী হয়ে নাম হয় দ্য ওয়েস্টবেঙ্গল রাইনোসরাস প্রিজার্ভেশন বিল।

Must read

প্রতিবেদন : চলতি মাসে অল্পদিনের জন্য বসতে চলেছে বিধানসভার বিশেষ অধিবেশন। সিদ্ধান্ত হয়েছে, আগামী ১৪ সেপ্টেম্বর থেকে শুরু হবে এই অধিবেশন। অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই অধিবেশন শুরু হবে ১৪ সেপ্টেম্বর৷ এখনও পর্যন্ত ঠিক আছে অধিবেশন চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। পরিস্থিতি অনুযায়ী দিনসংখ্যা একদিন বাড়তেও পারে কিংবা কমতেও পারে। এই অধিবেশনে কয়েকটি বিল আসতে চলেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল, ওয়েস্টবেঙ্গল রাইনোসরাস রিপিলিং বিল।

আরও পড়ুন-প্রতিশ্রুতি দিয়েও চলল না ট্রেন, প্রতিবাদে অবরোধ

এই বিলটি প্রথম আসে ১৯৩২ সালে। এরপর এটি আবার ১৯৭২ সালে সংশোধনী হয়ে নাম হয় দ্য ওয়েস্টবেঙ্গল রাইনোসরাস প্রিজার্ভেশন বিল। যে উদ্দেশ্যে এটি করা পরবর্তী কালে দেখা যায় ১৯৭২ সালে আনা সংশোধনী বিলটিতেই সেই উদ্দেশ্য সফল হয়েছে। ফলে আলাদা করে আর ১৯৩২ সালের বিলটি রাখার প্রয়োজন নেই। তাই ১৯৭২ সালে আনা বিলটিকেই মান্যতা দিয়ে রাখা হবে। এর সঙ্গে আসছে এসসিএসটি আইডেন্টিফিকেশন বিল(সংশোধনী)। এছাড়াও স্পোর্টস ইউনিভার্সিটি, হাওড়া সহ আরও দু’একটি বিল আসবে বলে ঠিক আছে। আগামী ১২ সেপ্টেম্বর হবে বিএ কমিটির বৈঠক।

Latest article