সংবাদদাতা, কাঁথি : গদ্দার ও কাঁথির বিজেপি প্রার্থী গদ্দারের ছোট ভাইয়ের ঘনিষ্ঠ বিজেপি নেতা কুমারজিৎ সিনহাকে কেন্দ্রীয় প্রকল্পের (project) কয়েক কোটি টাকা নয়ছয়ের অভিযোগে গ্রেফতার করল বিধাননগর পুলিশ কমিশনারেটের অধীন টেকনো সিটি থানার পুলিশ। ধৃতের বাড়ি কাঁথির কুমারপুরে। রাতে এই বাড়ি থেকেই তাকে গ্রেফতার করে পুলিশ। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশনের কর্মসূচিতে ভুয়ো প্রতিষ্ঠান এবং ভুয়ো ছাত্রছাত্রীদের নাম নথিভুক্ত করে বৃত্তিবাবদ এক কোটির বেশি টাকা তছরুপের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। বিজেপির আরও বেশ কিছু বিধায়ক এবং প্রভাবশালী নেতা এর সঙ্গে জড়িত বলে ধারণা পুলিশের।
আরও পড়ুন-বিজেপির হুমকি, সংখ্যালঘুদের আইসি নিয়ে গেলেন ভোট দিতে
সমাজমাধ্যমে প্রধানমন্ত্রী মোদি থেকে গদ্দার অধিকারী, তাঁর ছোট ভাই-সহ অনেক বিজেপি নেতার সঙ্গেই ধৃতের ছবি পোস্ট করা আছে। যদিও ছবিগুলির সত্যতা জাগোবাংলা যাচাই করেনি। কুমারজিৎ গদ্দারের ছোট ভাইয়ের একাধিক প্রচার কর্মসূচিতেও উপস্থিত ছিল। প্রধানমন্ত্রী কুশল বিকাশ যোজনা কেন্দ্রর দায়িত্বেও ছিল। ভোটের মুখে এই ঘটনায় রীতিমতো অস্বস্তিতে বিজেপি এবং অধিকারী অ্যান্ড কোং। গত ২৬ এপ্রিল রাজ্যের কারিগরি শিক্ষা দফতরের ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বিভাগের জয়েন্ট ডিরেক্টর এবং জয়েন্ট অ্যাপ্রেন্টিসশিপ অ্যাডভাইসর সুব্রতকুমার দাস কন্টাই পূর্ব সোশ্যাল অর্গানাইজেশন নামে একটি সংস্থার বিরুদ্ধে সরকারি অর্থ তছরুপের লিখিত অভিযোগ করায় টেকনোসিটি থানা তাকে গ্রেফতার করে। অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে প্রতারণা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে পুলিশ।