সংবাদদাতা, বীরভূম : তারাপীঠে কৌশিকী অমাবস্যা ঘিরে নিজস্ব কার্যালয়ে প্রস্তুতি বৈঠক সারল তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের। মন্দির কমিটি, হোটেল মালিক, অটো ইউনিয়নগুলিকে নিয়ে বৈঠক করল প্রশাসন। ছিলেন তারাপীঠ রামপুরহাট উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান আশিস বন্দ্যোপাধ্যায়, ভাইস চেয়ারম্যান সুকুমার মুখোপাধ্যায়, মহকুমা শাসক সাদ্দাম নাভাস, তারাপীঠ ও রামপুরহাট থানার আধিকারিকরা। সিদ্ধান্ত হয়েছে, যত্রতত্র আবর্জনা ফেলা ও প্রকাশ্যে মদ্যপানের উপর নিষেধাজ্ঞা জারি করা হবে।
আরও পড়ুন-কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদ সভা
অটোরিকশা পঞ্চাশ এবং ট্রেকার চল্লিশ টাকার বেশি ভাড়া নিতে পারবে না। তিনদিনের প্যাকেজে তারাপীঠ আসা এবং একদিনের জন্য আসা তীর্থযাত্রীদের ভাড়া খুব বেশি বাড়ানো যাবে না। এবার কৌশিকী অমাবস্যা ১৪ সেপ্টেম্বর। সেদিন বৃহস্পতিবার বিকেল ৫.৩১ থেকে শুক্রবার ভোর ৬টা ৩০ পর্যন্ত অমাবস্যা থাকছে। সেই কারণে ১৩ সেপ্টেম্বর থেকেই লক্ষ লক্ষ পুণ্যার্থীর আগমন শুরু হবে তারাপীঠে। সেই কারণে প্রস্তুতি শুরু করেছে মন্দির কমিটি থেকে জেলা প্রশাসন। বীরভূম ছাড়াও ভিন জেলা থেকে এসেছে প্রচুর পুলিশ। পর্যাপ্ত পুরুষ, মহিলা পুলিশ, মহিলা উইনার্স টিম, বিপর্যয় মোকাবিলা টিম প্রস্তুত থাকছে।
আরও পড়ুন-মুখ্যমন্ত্রীকে প্রশংসায় ভাসালেন মতুয়ারা
রামপুরহাট মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র বলেন, ১৫টি ওয়াচ টাওয়ার, ২৫টি ড্রপগেট ও ১৩৫টি সিসিটিভি রাখা হয়েছে। মন্দিরের নিজস্ব নিরাপত্তারক্ষী ছাড়াও থাকছে প্রচুর পুলিশ। মনসুবা মোড় থেকে হবে যান নিয়ন্ত্রণ। কোনও তিন বা চার চাকা গাড়ি ঢুকতে দেওয়া হচ্ছে না। পর্যটকদের জন্য ২৪ ঘণ্টার হেল্প ডেস্ক খোলা হবে। মন্দির চত্বর বাঁশের বেড়ায় ঘেরা হচ্ছে। পুরো মন্দির চত্বরে থাকছে সিসিটিভি। বড় পর্দার মাধ্যমে আরতি দেখার ব্যবস্থা থাকবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে মোড়ে মোড়ে পুলিশের ব্যারিকেড থাকবে।