ব্যুরো রিপোর্ট : পুজোর মুখে ডেঙ্গির চোখরাঙানি। ডেঙ্গি রুখতে বিশেষ ব্যবস্থা নিয়েছে স্বাস্থ্য দফতর। প্রতিটি এলাকা নিয়মিত পরিচ্ছন্ন রাখার পাশাপাশি পুরসভাগুলিকে দেওয়া হয়েছে একাধিক নির্দেশও। শিলিগুড়ি, রায়গঞ্জ, মালদহ, বালুরঘাট, আলিপুরদুয়ার প্রতিটি পুরসভার উদ্যোগেই জোরকদমে চলছে ডেঙ্গির মশা নিধনের কাজ। পুজোর মুখে শিলিগুড়িতে ক্রমশ বাড়ছে ডেঙ্গি রোগীর সংখ্যা।
আরও পড়ুন-রাজ্যের উদ্যোগে কৃষিতে বিপ্লব
এখনও পর্যন্ত ডেঙ্গিতে মোট চারজনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একটি ১৫ বছর বয়সের নাবালিকা ও তিন বছর ১০ মাস বয়সের শিশুও রয়েছে। স্বাস্থ্য দফতর নির্দেশ দিয়েছে ডেঙ্গি রুখতে সবরকম ব্যবস্থা নিতে। শিলিগুড়ি পুরসভা ডেঙ্গু নিধনে সবরকম ব্যবস্থা নেওয়ার উদ্যোগী হয়েছে। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক তুলসী প্রামাণিক বলেন, ডেঙ্গি রুখতে সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে। ডেঙ্গি দমনে জোরকদমে আসরে নেমেছে মালদহ পুরসভাও। জেলার ইংরেজবাজার ও পুরাতন মালদহ পুরসভা কড়া পদক্ষেপ নিয়েছে।
আরও পড়ুন-কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠক তৃণমূলের সংসদীয় প্রতিনিধি দলের
চলছে বাড়ি বাড়ি সার্ভে ও লার্ভা নিধনের কাজ। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী বলেন, ডেঙ্গির প্রকোপের কথা মাথায় রেখে পুরসভার ২৯টি ওয়ার্ডেই পরিষ্কার-পরিচ্ছন্ন সহ একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। উত্তর দিনাজপুর জেলার ডেঙ্গি পরিস্থিতি খতিয়ে দেখেন উত্তরবঙ্গের ওএসডি সুশান্ত রায়। জেলার সার্বিক পরিস্থিতি নিয়ে প্রথমে মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে বৈঠক করেন তিনি। আলিপুরদুয়ার পুরসভায় ৫ জন ডেঙ্গিতে আক্রান্ত। যদিও অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।