সংবাদদাতা, শিলিগুড়ি : রাজ্যের অগ্নিনির্বাপণ (Fire) ব্যবস্থাকে ঢেলে সাজাতে নেওয়া হচ্ছে একাধিক উদ্যোগ। আগামী একমাসের মধ্যেই অধিকাংশ পরিষেবা চালু হয়ে যাবে। সোমবার শিলিগুড়ির উত্তর কন্যায় সাংবাদিক বৈঠক করে এমনটাই বললেন দমকল মন্ত্রী সুজিত বসু। এদিন মন্ত্রী উত্তরবঙ্গের বিভিন্ন বাণিজ্যিক সংস্থা-সহ হাসপাতাল কর্তৃপক্ষ, হোটেল সংগঠনের প্রতিনিধিদের নিয়ে আলোচনা করেন।
আরও পড়ুন-হোয়াটসঅ্যাপে তথ্যচুরির নয়া ফাঁদ
মন্ত্রী জানান, ৫ হাজার বর্গফুটের মধ্যে কোন বাণিজ্যিক সংস্থা ফায়ার লাইসেন্সের জন্য অনলাইনে সেল্ফ ডিক্লারেশন দিলেই অনলাইনের মাধ্যমে লাইসেন্স পাওয়া যাবে। এই মুহূর্তে উত্তরবঙ্গে ৪০ দমকল কেন্দ্র আছে। দ্রুত পরিষেবার জন্য আরও কয়েকটি ইঞ্জিনের প্রয়োজন আছে। খুব শীগ্রই রাজ্যে ৭৫ টা দমকলের গাড়ি আসতে চলেছে। রাজ্যের বহু জায়গায় এর আগে অনলাইনের মাধ্যমে ফায়ার লাইসেন্স পাওয়া যেত না। কিন্তু এখন রাজ্যের সর্বত্রই অনলাইনের মাধ্যমে ফায়ার লাইসেন্স পাওয়া যাবে। উন্নয়ন বিষয়ে বলতে গিয়ে তিনি বলেন, রাজ্যজুড়েই চলছে উন্নয়নমূলক কাজ। সেই লক্ষ্যে উত্তরে আরও নতুন একাধিক দমকল কেন্দ্র গড়ে তোলার ভাবনা রয়েছে। বেশ কিছু প্রস্তাবও রয়েছে। পাহাড়ের পাশাপাশি সমতলের একাধিক জায়গায় নতুন করে দমকল কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব এসেছে। সেগুলি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে।
কী কী ব্যবস্থা
১) উত্তরে আরও দমকল কেন্দ্র। আগামী একমাসের মধ্যেই উদ্বোধন।
২) দ্রুত পরিষেবা দিতে আসছে ৭৫টি নয়া ইঞ্জিন।
৩) ৫ হাজার বর্গফুটের বাণিজ্যিক সংস্থা পাবে অনলাইন ফায়ার লাইসেন্স।