আজ থেকে বাতিল একাধিক লোকাল ট্রেন

বঙ্গে শীতের আমেজ আর তার মাঝেই কুয়াশার ফলে বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। এবার বাতিল হল একাধিক লোকাল ট্রেন

Must read

বঙ্গে শীতের আমেজ আর তার মাঝেই কুয়াশার ফলে বাতিল করা হয়েছে একাধিক দূরপাল্লার ট্রেন। এবার বাতিল হল একাধিক লোকাল ট্রেন (Local Train)। তিনদিন ধরে বাতিল থাকছে একাধিক লোকাল ট্রেন। স্বাভাবিকভাবেই এরকম লোকাল ট্রেন বাতিলের ফলে সমস্যায় পড়েছে নিত্য যাত্রীরা। সমস্যা তৈরী হচ্ছে স্কুল, কলেজ ও অফিস যাত্রীদের। লোকাল ট্রেন বাতিলের কারণ যদিও একেবারেই কুয়াশা নয়। বাহিরখণ্ড-তারকেশ্বর লাইনে একটি ব্রিজে মেরামতির কাজ শুরু হবে বলে বন্ধ রাখা হচ্ছে ট্রেন চলাচল। রেল সূত্রে খবর, ৩০ নভেম্বর ও ১ ডিসেম্বর অর্থাৎ শনিবার ও রবিবার এই লোকাল ট্রেন চলাচল বন্ধ থাকবে। শনিবার হাওড়া থেকে তারকেশ্বর রুটের ৩৭৩৪৯ ও ৩৭৩৫১ নম্বর ট্রেন, তারকেশ্বর থেকে হাওড়া রুটের ৩৭৩৫৪ নম্বর ট্রেন বাতিল থাকবে।

আরও পড়ুন-খাস কলকাতায় গ্রেফতার বাংলাদেশি অনুপ্রবেশকারী

রবিবার বাতিল থাকছে হাওড়া থেকে তারকেশ্বর: ৩৭৩০৯, ৩৭৩১১, ৩৭৩১৩, ৩৭৩১৫,৩৭৩১৭, শেওড়াফুলি থেকে তারকেশ্বর: ৩৭৪১১, ৩৭৪১৫, হাওড়া থেকে আরামবাগ:৩৭৩৫৯, হাওড়া থেকে গোঘাট: ৩৭৩৭১, ডাউন লাইনের বাতিল ট্রেনগুলি হল তারকেশ্বর থেকে হাওড়া: ৩৭৩১২, ৩৭৩১৪, ৩৭৩১৬, ৩৭৩১৮, ৩৭৩২০, ৩৭৩২২, তারকেশ্বর থেকে শেওড়াফুলি: ৩৭৪১২, ৩৭৪১৬, আরামবাগ থেকে হাওড়া: ৩৭৩৬০, গোঘাট থেকে হাওড়া:৩৭৩৭২। এছাড়া তারকেশ্বর-হাওড়া রুটের ৩৭৩২৪ ইএমইউ লোকাল ট্রেনের সময় পরিবর্তন করা হয়েছে। সকাল ৯টা ৩২ মিনিটের বদলে ট্রেনটি সকাল ৯টা ৪৫ মিনিটে ছাড়বে।

Latest article