চিন্তায় মধ্যবিত্ত! একধাক্কায় ৫০ শতাংশ দাম বাড়ল অ্যাজমা থেকে থ্যালাসেমিয়ার ওষুধের

Must read

ফের মাথায় হাত মধ্যবিত্তের। আবারও বাড়ছে একগুচ্ছ ওষুধের (Medicines Price) দাম। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি একধাক্কায় কমপক্ষে ৫০ শতাংশ দাম বাড়িয়েছে।

বাড়ছে অ্যাজমা, টিবি, গ্লুকোমা সহ মানসিক রোগ এবং থ্যালাসেমিয়ার ওষুধের দাম (Medicines Price)। ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে ব্যাখ্যা দিয়েছে, এই ওষুধগুলি তৈরিতে যে যে কাঁচামাল লাগে তার দাম বৃদ্ধি হয়েছে। এছাড়া যেমন কারেন্সি এক্সচেঞ্জ রেট বৃদ্ধি পেয়েছে, তেমনই প্রোডাকশন কস্টও বেড়েছে। এই কারণে ওষুধের দাম বাড়াতে তারা বাধ্য হচ্ছে বলে জানিয়েছে। কেন্দ্রের মূল্যনিয়ন্ত্রক এই সংস্থা ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে ৫০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর ছাড় দিয়েছে।

আরও যে যে ওষুধের দাম বাড়ছে…

অ্যাট্রোপিন ইনজেকশন
বেনজাইন পেনিসিলিন ১০ লাখ আইইউ ইনজেকশন
লিথিয়াম ট্যাবলেট ৩০০ গ্রাম (মেন্টাল হেল্থ)
স্ট্রেপটোমাইসিন পাউডার
স্যালবুটামল ট্যাবলেট ছাড়াও একাধিক ওষুধের দাম বেড়েছে।

আরও পড়ুন-৯ মাসে খুচরো বাজারে মূল্যবৃদ্ধি সর্বোচ্চ! বলছে সরকারি হিসেব

Latest article