একাধিক মেট্রো স্টেশনের নাম বদল, নতুন নাম জমা পড়ল নবান্নে

শহরজুড়ে মেট্রো (Metro Railway) সম্প্রসারণের কাজ চলছে। এর মধ্যেই চারটি মেট্রো স্টেশনের নাম বদল করার প্রস্তাব উঠেছে।

Must read

শহরজুড়ে মেট্রো (Metro Railway) সম্প্রসারণের কাজ চলছে। এর মধ্যেই চারটি মেট্রো স্টেশনের নাম বদল করার প্রস্তাব উঠেছে। ইতিমধ্যেই সেই প্রস্তাব জমা পড়েছে নবান্নে (Nabanna)।

আরও পড়ুন-মা-মাটি-মানুষের জন্য প্রার্থনা, পূর্ণাহুতি দিয়ে বললেন মুখ্যমন্ত্রী

নবান্ন সূত্রে খবর, সেন্ট থমাস স্কুল কর্তৃপক্ষের তরফে খিদিরপুর মেট্রো স্টেশনের নাম সেন্ট থমাস স্কুল খিদিরপুর অথবা খিদিরপুর সেন্ট থমাস স্কুল করার প্রস্তাব এসেছে। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ থেকে ভিআইপি রোড/তেঘরিয়া স্টেশনের নাম হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর স্টেশন রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। সঙ্গ দিয়েছে শ্রীধাম ঠাকুরনগর, ঠাকুরবাড়ি এবং তেঘরিয়ার রেবতী রঞ্জন রায়। হাওড়া ময়দান, এসপ্ল‌্যানেড, শিয়ালদা, মহাকরণের মধ্যে যে কোনও একটি স্টেশনের নাম অমরশিল্পী কিশোর কুমারের নামে রাখার প্রস্তাব দেওয়া হয়েছে। অন্যদিকে মেট্রোর চিফ অপারেশন ম্যানেজারের পক্ষ থেকে ‘জয়হিন্দ’ স্টেশনের নাম জয়হিন্দ বিমানবন্দর রাখার প্রস্তাব এসেছে। দুটি মেট্রো রুট সংযোগ করতে চলেছে এটি। এক, নোয়াপড়া চলে যাবে ও দুই যাবে কবি সুভাষ বা নিউ গড়িয়া। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে নেমে এরপর থেকে মেট্রো পরিষেবা পাওয়া যাবে। তাই এই স্টেশনের নাম জয়হিন্দ বিমানবন্দর রাখার প্রস্তাব এসেছে। জানা গিয়েছে, মাটির নিচে এটি এশিয়ার বৃহত্তম আন্ডারগ্রাউন্ড মেট্রো স্টেশন। খুব সহজেই লাগেজ মেট্রোর প্ল্যাটফর্ম পর্যন্ত টেনে আনার সুবিধা থাকবে। পরিবহণ দফতরের কাছে এই প্রস্তাব জমা পড়েছে। তবে আপাতত চারটি মেট্রো স্টেশনের নাম বদল প্রস্তাবের স্তরে আছে।

Latest article