পানচাষিদের সমস্যা সমাধানে রাজ্যের একাধিক পদক্ষেপ, কৃষিপণ্য হিসাবে চালু হবে সহায়ক মূল্য

সেই সঙ্গে চাষিরা পানের বরজে দাঁড়িয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে প্রতিদিন পানের দাম জানতে পারবেন। ক্রেতারাও জানতে পারবেন পানের বিক্রয়মূল্য।

Must read

সংবাদদাতা, হাওড়া : পানচাষিদের সমস্যার সমাধানে একাধিক পদক্ষেপ করছে রাজ্য সরকার। পানকে কৃষিপণ্যের অন্তর্ভুক্ত করে রাজ্যের তরফে ন্যূনতম সহায়ক মূল্য চালু করা হচ্ছে। সেই সঙ্গে চাষিরা পানের বরজে দাঁড়িয়ে মোবাইল অ্যাপের মাধ্যমে প্রতিদিন পানের দাম জানতে পারবেন। ক্রেতারাও জানতে পারবেন পানের বিক্রয়মূল্য।

আরও পড়ুন-কেন্দ্রের বঞ্চনার প্রতিবাদে অবস্থানে শিক্ষক-শিক্ষিকারা

পাশাপাশি চাষিদের উন্নত প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হচ্ছে। বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে পানের বিজ্ঞানসম্মত মজুতের ব্যবস্থাও হচ্ছে। এছাড়াও রাজ্যে কতটা জায়গায় পান চাষ হয়, কতজন পানচাষি রয়েছেন এবং কোন কোন রাজ্য ও দেশে পান রফতানি করা হয় সেই সংক্রান্ত সম্পূর্ণ তথ্যভাণ্ডার তৈরি করা হচ্ছে। মঙ্গলবার বেনফিশ ভবনে রাজ্য প্রশাসন ও একাধিক পানচাষি সংগঠনের ত্রিপাক্ষিক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে ছিলেন কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না, খাদ্য প্রক্রিয়াকরণ ও উদ্যানপালন মন্ত্রী গোলাম রব্বানি, সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, বিধায়ক সমীর জানা, অতিরিক্ত মুখ্যসচিব-সহ একাধিক প্রশাসনিক কর্তা। ছিল সারা বাংলা পানচাষি সমন্বয় সমিতি-সহ তিনটি পানচাষিদের সংগঠন। বৈঠকে পানচাষিদের বিভিন্ন সমস্যা ও সুবিধা-অসুবিধা নিয়ে আলোচনা হয়। পানচাষি সংগঠনের পক্ষে বিবেকানন্দ রায় জানান, ‘‘অত্যন্ত ইতিবাচক আলোচনা হয়েছে। পানচাষিদের সমস্যাগুলি দু’মাসের মধ্যে ধাপে ধাপে সমাধানের ব্যবস্থা করা হবে বলে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।“

আরও পড়ুন-ক্যানসার আক্রান্ত ভক্তের সঙ্গে ভিডিও-সাক্ষাৎ শাহরুখের

কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না জানান, ‘‘পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, নদিয়া, বাঁকুড়া প্রভৃতি জেলায় প্রায় ৩ লাখ মানুষ পান চাষে যুক্ত। তাঁদের সমস্যাগুলি খতিয়ে দ্রুত সেগুলির সমাধান করা হবে। সেই সঙ্গে পানচাষিদের সুবিধার্থে একাধিক পদক্ষেপ করছি। ধাপে ধাপে সবগুলিই কার্যকর হবে। এই সংক্রান্ত একটি রিপোর্ট তৈরি করে শিগগিরই নবান্নে পাঠাচ্ছি। পানচাষিদের পাশে রাজ্য সরকার সব সময় রয়েছে।’’

Latest article