বৃহস্পতিবার দক্ষিণ-পূর্ব রেলের (Railway) বেশ কয়েকটি ট্রেনের সময়সূচির পরিবর্তন। একাধিক কারণে দেরিতে চলছে কয়েকটি দূরপাল্লার ট্রেন। সেই ট্রেনগুলি হল-
১২৮৫৭ হাওড়া-দিঘা তাম্রলিপ্ত এক্সপ্রেস (সকাল ৬টা ৪৫ মিনিটের বদলে হাওড়া থেকে ছাড়বে সকাল ১০টা ৪৫ মিনিটে)
১২৮৫৮ দিঘা- হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেস (দুপুর ২টা ৩৫ মিনিটের বদলে দিঘা থেকে ছাড়বে রাত ১০টা ৩৫ মিনিটে)
২২৮৯৭ হাওড়া-দিঘা কান্ডারি এক্সপ্রেস (সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে দুপুর ২টা ২৫ মিনিটের বদলে)
২২৮৯৮ দিঘা-হাওড়া কান্ডারি এক্সপ্রেস (রাত ১০টা ২৫ মিনিটে দিঘা থেকে ছাড়বে সন্ধ্যা ৬টা ২৫ মিনিটের বদলে)
১২২২২ হাওড়া-পুনে দুরন্ত এক্সপ্রেস (সকাল ৮টা ৪৫ মিনিটের বদলে বিকেল ৫টা ৪৫ মিনিটে ছাড়বে হাওড়া থেকে
এদিকে বনগাঁয় সিগন্যালিং সিস্টেমে সমস্যা। সেই কারণে আজ সকাল থেকেই দেরিতে ট্রেন চলাচল করছে বনগাঁ-শিয়ালদহ লাইনে। জানা গিয়েছে, বনগাঁ স্টেশনে প্যানেল বোর্ড সিস্টেমে ত্রুটি দেখা দিয়েছে। ম্যানুয়াল সিগন্যালিং সিস্টেমে ট্রেন চালানো হচ্ছে। তাই ধীর গতিতে চলছে ট্রেন। দীর্ঘক্ষন স্টেশনে দাঁড়িয়ে থাকাতে যাত্রীদের ক্ষোভ বাড়ছে।
আরও পড়ুন- ভারী বৃষ্টিতে নতুন সংসদভবনের ছাদ থেকে চুঁইয়ে পড়ছে জল