এই সপ্তাহে দেশের রাজধানী (Delhi) ও আশেপাশের রাজ্যগুলিতে তাপমাত্রা ৪০ থেকে ৪২ ডিগ্রির মধ্যে থাকতে পারে। দিল্লি-সহ উত্তর ভারতের বেশ কিছু অংশে তাপপ্রবাহের সতর্কতা জারি করল ভারতের আবহাওয়া দফতর (আইএমডি)। হাওয়া অফিস তরফে খবর, বৃহস্পতিবার পর্যন্ত এই তাপপ্রবাহ চলবে। রাজধানী ছাড়াও তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে রাজস্থান, গুজরাত, হরিয়ানা, হিমাচল প্রদেশ, লাদাখ এবং উত্তরপ্রদেশের বেশ কিছু অংশে। সোমবারও উত্তর ভারতের বেশির ভাগ রাজ্যেই তীব্র তাপপ্রবাহ চলে। বেশ কয়েকটি রাজ্যে তাপমাত্রা অস্বাভাবিক ভাবে বেশি রেকর্ড হয়েছে। রাজস্থান, সৌরাষ্ট্র এবং গুজরাতের কচ্ছের কয়েকটি জায়গাতেও তাপপ্রবাহের পরিস্থিতি দেখা গিয়েছে।
আরও পড়ুন-রানার দ্বিতীয় আবেদনও খারিজ আমেরিকার সুপ্রিম কোর্টে!
দিল্লির তিনটি গুরুত্বপূর্ণ আবহাওয়া কেন্দ্র সফদরজং, রিজ এবং আয়ানগরে সর্বোচ্চ তাপমাত্রা ইতিমধ্যেই ৪০.২ ডিগ্রি সেলসিয়াস হয়েছে।বৃহস্পতিবারের আগে পরিস্থিতি পরিবর্তনের তেমন কোন সম্ভাবনা নেই। এই অবস্থায় আবহাওয়া দফতরের তরফে স্থানীয় বাসিন্দাদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে।
জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, রাজস্থান, দিল্লি এবং লাদাখের বেশ কয়েকটি অংশে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস বেড়ে গিয়েছে। পঞ্জাব, হরিয়ানা এবং চণ্ডীগড়ের কিছু জায়গায় মারাত্মক পরিমানে বেড়েছে তাপমাত্রা। এর ফলেই দিল্লি-সহ উত্তর ভারতে তাপমাত্রা ৪০ ডিগ্রির কাছাকাছি যেতেই তাপপ্রবাহের হলুদ সতর্কতা জারি করা হয়েছে।