ফের ইউরোপা লিগ চ্যাম্পিয়ন সেভিয়া

বুধবার রাতে টানাটান উত্তেজনার মধ্যে এএস রোমাকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে সপ্তমবার ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হল সেভিয়া।

Must read

বুদাপেস্ট, ১ জুন : ইউরোপা লিগ জেতা যেন অভ্যাসে পরিণত করে ফেলেছে সেভিয়া। বুধবার রাতে টানাটান উত্তেজনার মধ্যে এএস রোমাকে টাইব্রেকারে ৪-১ গোলে হারিয়ে সপ্তমবার ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হল সেভিয়া। নির্ধারিত সময়ে খেলার ফল ছিল ১-১।
ছ’বার ফাইনালে উঠে ছ’বারই চ্যাম্পিয়ন। এই রেকর্ড নিয়ে ফাইনালে মাঠে নেমেছিল সেভিয়া। অন্যদিকে, রোমার কোচ হোসে মরিনহো বুধবারের আগে কোনও ইউরোপা লিগের ফাইনাল হারেননি। শেষ পর্যন্ত অবশ্য প্রথমবার হারের স্বাদ পেয়েই মাঠ ছাড়তে হল মরিনহোকে। রোমা কোচ স্টেডিয়াম ছাড়ার আগে নিজের রানার্স-আপ পদক উপহার দিয়ে দিলেন এক খুদে ভক্তকে।

আরও পড়ুন-পিএসজি ছাড়ছেন মেসি, কাল শেষ ম্যাচ, জানালেন কোচ গালতিয়ের

হাড্ডাহাড্ডি লড়াইয়ের ফাইনালে প্রথমার্ধেই পাওলো দিবালার গোলে এগিয়ে গিয়েছিল রোমা। কিন্তু ৫৫ মিনিটে জিয়ানলুকা মানচিনির আত্মঘাতী গোলে সমতা ফেরায় সেভিয়া। টাইব্রেকারে দু’-দু’টি পেনাল্টি বাঁচিয়ে নায়ক সেভিয়ার গোলরক্ষক ইয়াসিন বুনু। যিনি এবারের বিশ্বকাপে মরক্কোর জার্সিতে সবার নজর কেড়েছিলেন। পেনাল্টি শ্যুটআউটে সেভিয়ার হয়ে জয়সূচক গোলটি করেন গঞ্জালো মন্তিয়েল। যিনি বিশ্বকাপ ফাইনালেও আর্জেন্টিনার হয়ে টাইব্রেকারে জয়সূচক গোল করেছিলেন!

আরও পড়ুন-দিল্লিতে মাটির নিচে মহাভারতের যুগের ধ্বংসাবশেষ! দাবি এএসআইয়ের

তবে প্রথমবার মন্তিয়েলের শট পোস্টে লেগে ফিরে এসেছিল। কিন্তু রোমা গোলরক্ষক রুই প্যাত্রিসিও আগেই গোললাইন ছেড়ে বেরিয়ে আসায়, রেফারি ফের শট নেওয়ার নির্দেশ দেন। এবার আর কোনও ভুল করেননি মন্তিয়েল।

Latest article