সৌমালি বন্দ্যোপাধ্যায় : এবার বর্ষায় হাওড়া শহরে যাতে জল জমে মানুষের দুর্ভোগ না হয় তার জন্য এখন থেকেই পদক্ষেপ করতে শুরু করে দিল পুরনিগম (Howrah Municipal Corporation)। শহরের প্রতিটি নর্দমা থেকে পাঁক ও কাদা তুলে সেগুলি পরিষ্কার করা শুরু হয়ে গেল। বুধবার টিকিয়াপাড়ায় ড্রেনেজ ক্যানেল রোডের কাছে হাইড্রেন থেকে পাঁক তুলে শহরের নিকাশি নালাগুলি সংস্কার করতে শুরু করে দিল হাওড়া কর্পোরেশন (Howrah Municipal Corporation)। পুরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী দাঁড়িয়ে থেকে এই কাজের সূচনা করান। উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সৈকত চৌধুরি, প্রশাসকমণ্ডলীর সদস্য বাপি মান্না-সহ আরও অনেকে। টিকিয়াপাড়ার ওই বড় নিকাশি নালায় পাঁক জমে থাকায় জল ঠিকঠাক বের হতে পারত না। একটু বৃষ্টিতেই জলমগ্ন হয়ে পড়ত এলাকা। এরই সঙ্গে এদিন ৮ ও ৯ ওয়ার্ডেও হাইড্রান্টগুলি থেকেও পাঁক তোলার কাজ শুরু হয়ে গেল। কয়েকদিনের মধ্যে শহরের প্রতিটি ওয়ার্ডে এই কাজ শুরু হয়ে যাবে। সেইসঙ্গে প্রতিটি এলাকায় প্রতিদিন নিকাশি নালা ও সমস্ত ছোট-বড় ড্রেন সাফাইয়ের কাজ চলবে। এই কাজ দেখভালের জন্য প্রতিটি ওয়ার্ডে পুরনিগমের পক্ষ থেকে বিশেষ দল তৈরি করা হয়েছে। পুরনিগমের প্রশাসকমণ্ডলীর চেয়ারপার্সন ডাঃ সুজয় চক্রবর্তী জানান, ‘‘বর্ষার অনেক আগেই আমরা হাওড়া শহরের প্রত্যেকটি বড় নিকাশি-নালা সংস্কার ও সেখান থেকে পাঁক তোলার কাজ শেষ করে ফেলব। এর ফলে বৃষ্টির জল ওইসব নিকাশি-নালা দিয়ে দ্রুত বেরিয়ে যেতে পারবে। ফলে বর্ষায় শহরের রাস্তায় জল জমে থাকার পরিমাণ ও সময় অনেক কমে যাবে। এরই সঙ্গে প্রতিটি ড্রেন নিয়মিত পরিষ্কারের ব্যবস্থা করা হচ্ছে। পুরো বিষয়টি দেখভালের জন্য ওয়ার্ডভিত্তিক ডেডিকেটেড টিম তৈরি করা হয়েছে। সেইসঙ্গে বোর্ডের সদস্য ও পুরনিগমের ইঞ্জিনিয়াররাও এই ব্যাপারে নিয়মিত নজরদারি চালাবেন।’’ বর্ষায় শহরের রাস্তায় জল জমার সমস্যার সমাধানে এখন থেকেই পুরনিগমের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করছেন এলাকাবাসীরা।