মহিলা সাংবাদিকের যৌন হয়রানি, অভিযোগে বিদ্ধ সিপিএমের তন্ময়

নির্যাতিতা ওই সাংবাদিকের অভিযোগ, দীর্ঘদিন থেকেই তাঁর শরীরে অশ্লীল স্পর্শ করে অশালীন ইঙ্গিত করেছেন প্রাক্তন বিধায়ক।

Must read

প্রতিবেদন : আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ-খুন ঘটনায় অহেতুক সুর চড়িয়েছিল বামেরা। চিকিৎসক ও সাধারণ মানুষের আবেগকে ঢাল করে নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে চেয়েছিল লাল ঝান্ডার দল। এবার তাদের দলের বিধায়কেরই সাদা পাঞ্জাবিতে লাগল কালির দাগ। উত্তর দমদমের প্রাক্তন সিপিএম বিধায়ক তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনলেন এক তরুণী সাংবাদিক। সাক্ষাৎকার নিতে গিয়ে তাঁকে যেভাবে শ্লীলতাহানির শিকার হতে হয়েছে তা নিয়ে চরম নিন্দা রাজনৈতিক মহলে। সোশ্যাল মিডিয়ায় লাইভে গোটা বিষয়টি তুলে ধরার পর শাসকদলের পক্ষে কুণাল ঘোষ এবং দেবাংশু ভট্টাচার্য স্পষ্ট ভাষায় জানান, গ্রেফতার করা হোক। তদন্ত হোক। যারা সকাল-বিকেল নীতি-নৈতিকতার কথা শোনাবে, তারা যে কতো নিম্নগামী তা স্পষ্ট হয়েছে। লক্ষ্যণীয় হল, ঘটনা জানার পরেও সিপিএমের তরফ থেকে কোনওরকম পদক্ষেপ করা হয়নি। মহিলা সাংবাদিক প্রকাশ্যে এসে অভিযোগ করলে এবং কুণাল ও দেবাংশু কড়া ভাষায় ব্যবস্থা নেওয়ার দাবি জানানোর পরেই নড়ে বসে সিপিএম এবং চাপে পড়ে বাধ্য হয় তন্ময় ভট্টাচার্যকে সাসপেন্ড করতে।

আরও পড়ুন-পেট্রাপোলে সুবিধা বাহন বিপ্লব এনেছে : মুখ্যমন্ত্রী

নির্যাতিতা ওই সাংবাদিকের অভিযোগ, দীর্ঘদিন থেকেই তাঁর শরীরে অশ্লীল স্পর্শ করে অশালীন ইঙ্গিত করেছেন প্রাক্তন বিধায়ক। রবিবার সকালে তন্ময়বাবুর সাক্ষাৎকার নিতে গেলে তিনি শালীনতার সমস্ত সীমা পার করে যান। নির্যাতিতা বলেন, তাঁর চিত্র সাংবাদিক তন্ময় ভট্টাচার্যকে বসার জায়গা দেখিয়ে দিলেও তিনি সরাসরি তরুণীর কোলে বসে পড়েন। এই ঘটনা তিনি প্রকাশ্যে আনার পরেই কার্যত গুটিয়ে যায় সিপিএম। রবিবার রাতেই বরানগর থানায় ওই মহিলা সাংবাদিক তন্ময়ের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন।

Latest article