টাকা নিয়ে যাদবপুরে শ্যুটিং করাল এসএফআই

Must read

প্রতিবেদন : কী বলা যায় একে, তোলাবাজি! টাকার বিনিময়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) হস্টেলের ক্যান্টিনে শ্যুটিং করার অনুমতি দিল এসএফআই  (SF) পরিচালিত ছাত্র সংসদ। ওটিটি প্ল্যাটফর্মে একটি ওয়েব সিরিজের শ্যুটিংয়ের জন্যই এই অনধিকার অনুমতি। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে। হতবাক শিক্ষকমহলও। সবচেয়ে আশ্চর্যের বিষয়, এর জন্য কর্তৃপক্ষের কোনও অনুমতি নেওয়ারও প্রয়োজন মনে করেনি এসএফআইয়ের আর্টস ফ্যাকাল্টি স্টুডেন্টস ইউনিয়ন বা আফসু। বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুর বক্তব্য, এ ব্যাপারে তাঁর কিছুই জানা নেই। স্বাভাবিকভাবেই ‘আফসু’র এই কীর্তিকলাপের তীব্র প্রতিবাদ জানিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। একটি বিলের ছবি দিয়ে পোস্টারও দিয়েছে তারা। স্পষ্ট অভিযোগ, এই শ্যুটিংয়ের জন্য ৮,৯০০ টাকা নিয়েছে ছাত্র সংসদ।

আরও পড়ুন: এবার এক ছাতার তলায় তৃণমূলপন্থী অধ্যাপক সংগঠনগুলি, কী বলছেন শিক্ষামন্ত্রী?

Latest article