গাড়ি চাপা পড়ার মূল ভিডিও প্রকাশ করুক এসএফআই, ঘটনার ছবি দেখিয়ে চ্যালেঞ্জ তৃণমূলের

Must read

প্রতিবেদন : আহত ছাত্রের গাড়ি চাপা পড়ার ভিডিও প্রকাশ্যে আনুক এসএফআই। অন্যথায় নিজেদের মিথ্যাচার থেকে সরে দাঁড়াক। মঙ্গলবার সাংবাদিক বৈঠক করে প্রকাশ্যে বাম ছাত্র সংগঠনকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের আইটি সেলের রাজ্য সভাপতি দেবাংশু ভট্টাচার্য। সাংবাদিক সম্মেলন করে তিনি এসএফআইয়ের প্রত্যেকটি মিথ্যাচারের জবাব দেন। ফ্রেম টু ফ্রেম ছবি তুলে ধরে, বাম এবং অতিবাম সংগঠন কতটা মিথ্যার আশ্রয় নিচ্ছে সেই প্রমাণ দেন দেবাংশু। এসএফআইয়ের প্রতি এদিন তিনি পাঁচটি প্রশ্ন ছুঁড়ে দেন। বিক্ষোভকারীরা বারবার অভিযোগ করে বলেছেন তৃণমূলের বহিরাগতরা নাকি এসে ঝামেলা করেছে। এর প্রেক্ষিতে দেবাংশু প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেছেন, ওয়েবকুপা ও যাদবপুরের (Jadavpur University) কয়েকজন তৃণমূলপন্থী পড়ুয়া ছাড়া বহিরাগত তৃণমূলীদের ছবি এসএফআই পারলে সামনে আনুক। তাঁর দ্বিতীয় প্রশ্ন, ব্রাত্য বসুর হাতে স্মারক তুলে দেওয়ার পরেও কেন তারা বলল মন্ত্রী তাদের সময় দেননি? কারণ মন্ত্রী বারবার কথা বলতে চেয়েছিলেন তাদের প্রতিনিধিদের সঙ্গে। এরপরে তিনি যে প্রশ্নটি করেন— তাহলে গাড়ি চাপা পড়ার ছবি দিলেও ভিডিও দেওয়া হয়নি। সেই ভিডিও কোথায়? আহত ছাত্র ইন্দ্রানুজের অভিযোগ, গাড়ি তাকে চাপা দিয়েছে। সেক্ষেত্রে যে ছবি প্রকাশ্যে এসেছে তাতে দেখা যাচ্ছে গাড়ি চোখের উপর দিয়ে গেলে শুধু চোখের নয় কপালের হাড়, গালের হাড়ও ভাঙার কথা। কিন্তু শুধু কীভাবে তাহলে চোখের হাড় ভাঙল? এসএফআইকে নিয়ে ইন্দ্রানুজের একটি মন্তব্য ভাইরাল হয়েছে। সেখানে শোনা যাচ্ছে, এসএফআই নাকি তাদের মারার হুমকি দিয়েছে। এই প্রসঙ্গে সৃজন ভট্টাচার্যের কাছে দেবাংশুর প্রশ্ন ইন্দ্রানুজের এসএফআই নিয়ে যে বক্তব্য তা আদতেও সত্যি না মিথ্যে?
তৃণমূলের আইটি সেলের সভাপতি দেবাংশু ভট্টাচার্য প্রমাণ করে দিলেন সিপিএম কোন স্তরের মিথ্যাচার করতে পারে। আরজি কর-কাণ্ডে একইরকম মিথ্যাচার করেছিল, এবার যাদবপুর-কাণ্ডেও সেই মিথ্যাচারের পুনরাবৃত্তি।
শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ঘিরে গুন্ডামির মতো জঘন্য অপরাধ ঢাকতে গিয়ে একের পর এক মিথ্যে খাড়া করছে বাম-অতিবাম। আর তাদের সেই মিথ্যের ফানুস ফুটো করে দিচ্ছে তৃণমূল। সিপিএম সম্প্রতি বাজারে ছড়িয়েছে ফটোশপ-করা এক ছবি। সেই ছবিতে দেখা যাচ্ছে সাদা স্করপিওর নিচে বাম ছাত্রনেতা ইন্দ্রানুজ রায়কে। সম্পূর্ণ ফেক ছবি ছড়িয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে কলঙ্কিত করার চেষ্টা চলছে। সিপিএম কোন পর্যায়ে গিয়ে মিথ্যাচার করছে তা ফাঁস করে দেবাংশু বলেন, প্রথমত ঘটনা চলাকালীন কোনও স্টিল ছবি তোলা হয়নি। যেসব ছবি সামনে এসেছে সবই ভিডিও পজ করা ফ্রেম। এই ছবিটা দেখলেই বোঝা যাচ্ছে এটা কোনও ভিডিওর অংশ। যদি বুকের পাটা থাকে তাহলে ফটোশপ-করা ছবি নয়, এর ভিডিও সামনে আনুন।

আরও পড়ুন- স্কটিশের ছাত্র ইন্দ্রানুজ! যাদবপুরে কী করছিল? প্রশ্ন তুলল টিএমসিপি

Latest article