শূন্য হল এসএফআই

Must read

প্রতিবেদন : জেএনইউতে (JNU) ছাত্র সংসদ নির্বাচনে শূন্য হল এসএফআই। শুধু তাই নয়, বামপন্থী ভোট কেটে সিপিএমের ছাত্র সংগঠন সুবিধে করে দিল এবিভিপির। একদশক পরে বামেদের ঘাঁটিতে খাতা খুলল গেরুয়া শিবির। সিপিএমের ছাত্র সংগঠনের অবস্থা এবারে নির্বাচনে এতটাই করুণ সভাপতি পদে এসএফআই প্রার্থীর স্থান হল তৃতীয়। কিন্তু এবিভিপি পেল দ্বিতীয় স্থান। শীর্ষে আইশা। তবে এবিভিপির খাতা খোলার বিষয়টির মধ্যেও বিপদের গন্ধ পাচ্ছেন অনেকেই। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয় (JNU) ছাত্র সংসদ নির্বাচন হয় গত ২৫ এপ্রিল। সোমবার ফল প্রকাশ হয়। এবার জেএনইউ ছাত্র সংসদের নির্বাচনে আইশা, এসএফআই এই সমস্ত ছাত্র সংগঠনগুলি আলাদাভাবে নির্বাচনে লড়াই করেছিল।

আরও পড়ুন-জঙ্গি ধরতে ব্যর্থতার পর এখন বুলডোজার নীতিই ভরসা কেন্দ্রের

Latest article