প্রতিবেদন : গোরক্ষার নামে তাণ্ডব, সংশোধিত নাগরিকত্ব আইন, বাক-স্বাধীনতার উপর রাষ্ট্রের লাগাম, বিলকিস বানো-সহ একাধিক ইস্যুতে বারবার বিজেপি সরকারের বিরুদ্ধে ফুঁসে উঠতে দেখা গিয়েছে শাবানা আজমি, জাভেদ আখতার, নাসিরুদ্দিন শাহদের। এই তিনজনকে এবার টুকরে টুকরে (Tukde Tukde Gang) গ্যাংয়ের সদস্য বলে তোপ দাগলেন বিজেপি শাসিত মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী নরোত্তম মিশ্র (Narottam Mishra)। নরোত্তম বলেন, শুধুমাত্র বিজেপি শাসিত রাজ্যে কিছু হলেই প্রতিবাদে সরব হন এঁরা। আসলে এঁরা টুকরে টুকরে গ্যাং-এর স্লিপার সেলের সদস্য। সম্প্রতি গুজরাতে জেল থেকে ছাড়া পেয়েছেন বিলকিস বানো গণধর্ষণে সাজাপ্রাপ্তরা। এই ঘটনায় সরব হতে দেখা যায় শাবানাকে। তিনি বলেন, লজ্জায় আমি কথা বলতে পারছি না। সেই বক্তব্যের প্রেক্ষিতে নরোত্তম বলেন, শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, জাভেদ আখতারের মতো লোকেরা টুকরে টুকরে গ্যাং-এর (Tukde Tukde Gang- Narottam Mishra) স্লিপার সেলের সদস্য। বিজেপি শাসিত রাজ্যে কোনও ঘটনা ঘটলে তখনই এঁরা চিৎকার করেন। কিন্তু কংগ্রেস শাসিত রাজস্থানে যখন কানহাইয়া লালকে খুন করা হয় তখন এঁরা নীরব থাকেন।
আরও পড়ুন: ফের বর্ণবৈষম্যের শিকার ভারতীয়