কিছুদিন আগেই দিল্লি সফর সেরে কলকাতায় ফিরেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই তিনি দেখা করেছিলেন বলিউডের গীতিকার জাভেদ আখতার এবং অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে। তখন তৃণমূল সুপ্রিমোর সঙ্গে দেখা করার পর ২০২৪-এ দেশে পরিবর্তন আসবেই বলে দৃঢ়প্রত্যয়ী ছিলেন নরেন্দ্র মোদি বিরোধী হিসাবে খ্যাত এই সেলিব্রিটি দম্পতি।
আরও পড়ুন-ত্রিপুরায় কুণালের পিছু নিয়ে কারা চালাচ্ছিল নজরদারি? ভিডিও পোস্ট করে জানালেন রাজ্য সাধারণ সম্পাদক
এবার কলকাতায় এসে বাংলার মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করলেন অভিনেত্রী শাবানা আজমি। বাইপাস সংলগ্ন অভিজাত হোটেলে এক অনুষ্ঠানে যোগ দেন শাবানা। এরপর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রসঙ্গে তিনি বলেন, ”মমতা যা করছেন,তার জন্য সকলের ওঁর পাশে দাঁড়ানো উচিত। দিদি অনেক বড় পদক্ষেপ করেছেন। আমরা সবাই ওঁর পাশে আছি। এটা দেশের ব্যাপার। কোনও রাজনৈতিক দলের নয়।”
উল্লেখ্য, গত সপ্তাহে দিল্লি সফরের সময় জাভেদ আখতার এবং শাবানা আজমির সঙ্গে সাক্ষাৎ হয় তৃণমূল সুপ্রিমোর। তখন জাভেদ আখতারকে প্রশ্ন করা হয়েছিল, মমতার নেতৃত্বেই কি ২০২৪-এ কেন্দ্রে পরিবর্তন আসবে? এই প্রশ্নের উত্তরে জাভেদ আখতার বলেছিলেন, “কে নেতৃত্ব দেবেন সেটা গুরুত্বপূর্ণ নয়। দেশে পরিবর্তন আসাটাই আসল ব্যাপার। দেশের সার্বিক পরিস্থিতি বদলাতে হবে। আমার মনে হয়, ২০২৪-এ পরিবর্তন আসা দরকার। এবং ২০২৪-এ পরিবর্তন আসবেই। দেশের গণতান্ত্রিক পরিস্থিতির আরও উন্নতি হবে।”
আরও পড়ুন-ট্যাঙ্কার ধর্মঘটে পাম্পে ফুরচ্ছে তেল, হস্তক্ষেপ চেয়ে মুখ্যসচিবকে চিঠি ডিলার্স অ্যাসোসিয়েশনের
নেতৃত্ব নিয়ে স্পষ্ট কিছু না বললেও চব্বিশের লড়াইয়ে মমতা যে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন, তা ঠারেঠোরে বুঝিয়ে দিয়েছেন জাভেদ আখতার। তাঁর মতে বাংলায় “খেলা হবে” স্লোগান খেল দেখিয়েছে, তা নিয়ে কোনও সংশয় নেই। “খেলা হবে” নিয়ে জাভেদ আখতারকে একটি গান লেখারও অনুরোধ জানিয়েছেন মমতা। এবার কলকাতায় এসে শাবানা আজমির মুখেও বাংলার মুখ্যমন্ত্রী প্রশংসা সর্বভারতীয় পরিসরে সংস্কৃতিক জগৎকে একটা তাৎপর্যপূর্ণ বার্তা দেবে বলেই মনে করছে সংশ্লিষ্ট মহল।
রাজ্য সরকারের ডিজিটাল পরিষেবা উদ্যোগ আরও একবার জাতীয় স্বীকৃতি পেল। পশ্চিমবঙ্গ সরকারের ‘অনুমোদন’ (Anumodan) নামে…
রাজ্যের কৃষি গবেষণায় বড় সাফল্যের কথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার নিজের…
গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…
এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…
প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…
নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…