বেলপাহাড়িতে দাবি আদায়ে বিক্ষোভ শবর সম্প্রদায়ের

বিনপুর ২ ব্লক শবর উন্নয়ন সমিতির পক্ষে বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখানো হল বৃহস্পতিবার। বিক্ষোভ চলে বিনপুর ২ ব্লকের বিডিও কার্যালয়ে।

Must read

সংবাদদাতা, ঝাড়গ্রাম : বিনপুর ২ ব্লক শবর উন্নয়ন সমিতির পক্ষে বিভিন্ন দাবিতে বিক্ষোভ দেখানো হল বৃহস্পতিবার। বিক্ষোভ চলে বিনপুর ২ ব্লকের বিডিও কার্যালয়ে। বেলপাহাড়িতে ডেপুটেশন কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভকারীদের দাবি, ১০০ দিনের কাজের বদলে ১৫০ দিনের কাজ, শবর শিশুদের জন্মের পর সার্টিফিকেটের ব্যবস্থা, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা, জল, জমি ও জঙ্গলের অধিকার শবরদের থেকে কেড়ে নেওয়া চলবে না, শবর পরিবারগুলিকে সঠিক পরিমাণে রেশন দেওয়ার ব্যবস্থা করতে হবে।

আরও পড়ুন-রেলের বিরুদ্ধে বিক্ষোভ বাঁকুড়া স্টেশন এলাকায়

ডেপুটেশন কর্মসূচিতে ছিলেন বিনপুর ২ ব্লক শবর উন্নয়ন সমিতি’র সভাপতি বাবলু শবর এবং সম্পাদক লক্ষ্মীকান্ত শবর, উপদেষ্টা দিনেশ মাহাত, অশোক মাহাত ও পরিতোষ মাহাত প্রমুখ। প্রায় শতাধিক মানুষ বেলপাহাড়ির বিডিও অফিসে মিছিল করে গিয়ে ১৪ দফা দাবিসনদ জমা দেন বিডিওর অনুপস্থিতিতে যুগ্ম বিডিওর হাতে। তিনি দাবিসনদ নিয়ে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে ডেপুটেশন গ্রহণ করেন।

Latest article