শফিকের সেঞ্চুরিতে জয়ের হাতছানি

ওপেনার আবদুল্লা শফিকের অপরাজিত সেঞ্চুরি এবং অধিনায়ক বাবর আজমের হাফ সেঞ্চুরির সুবাদে গল টেস্টে চালকের আসনে পাকিস্তান।

Must read

গল, ১৯ জুলাই : ওপেনার আবদুল্লা শফিকের অপরাজিত সেঞ্চুরি এবং অধিনায়ক বাবর আজমের হাফ সেঞ্চুরির সুবাদে গল টেস্টে চালকের আসনে পাকিস্তান। চতুর্থ দিনের শেষ পাকিস্তানের রান ৩ উইকেটে ২২২। জেতার জন্য শেষ দিনে আরও মাত্র ১২০ রান তুলতে হবে বাবরদের।
এর আগে আগের দিনের ৯ উইকেটে ৩২৯ রান হাতে নিয়ে মঙ্গলবার ব্যাট করতে নেমেছিল শ্রীলঙ্কা। তবে তাদের ইনিংস ৩৩৭ রানেই শেষ হয়ে যায়। ৯৪ রানে নট আউট থেকে যান দীনেশ চান্ডিমল।

আরও পড়ুন-ক্রীড়ামন্ত্রীর প্রস্তাব ডুরান্ড কমিটিকে, ১৬ অগাস্ট ফুটবলপ্রেমী দিবসে ডার্বি

জেতার জন্য ৩৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করেন দুই পাক ওপেনার শফিক এবং ইমাম উল হক। তবে স্কোরবোর্ডে ৮৭ রান যোগ করার পর ব্যক্তিগত ৩৫ রানে আউট হন ইমাম। এরপর আজহার আলি মাত্র ৬ রান করে আউট হলে কিছুটা চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। কিন্তু তৃতীয় উইকেটে ১০১ রান যোগ করে সেই চাপ কাটিয়ে দেন শফিক এবং বাবর। বাবর ৫৫ রান করে শ্রীলঙ্কার বাঁ হাতি স্পিনার প্রভাত জয়সূর্যের শিকার হন। তবে দিনের শেষ ১১২ রানে অপরাজিত রয়েছেন শফিক। তাঁর ২৮৯ বলের ইনিংসে রয়েছে পাঁচটি চার ও একটি ছয়। শফিকের সঙ্গে ক্রিজে রয়েছেন মহম্মদ রিজওয়ান (অপরাজিত ৭)।

Latest article