প্রবল ঔদ্ধত্যে দিল্লিবাসীকে অপমান করে চলেছেন শাহ, কেন্দ্রে সরকার গড়বে ইন্ডিয়াই : কেজরি

দিল্লির নির্বাচনী প্রচারে অমিত শাহকে তীব্র ভাষায় আক্রমণ করলেন আপ-সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বুঝিয়ে দিলেন দম্ভ আর ঔদ্ধত্য গ্রাস করেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে

Must read

প্রতিবেদন : দিল্লির নির্বাচনী প্রচারে অমিত শাহকে তীব্র ভাষায় আক্রমণ করলেন আপ-সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বুঝিয়ে দিলেন দম্ভ আর ঔদ্ধত্য গ্রাস করেছে স্বরাষ্ট্রমন্ত্রীকে। আর তারই প্রভাবে অসংলগ্ন, অযৌক্তিক মন্তব্য করে চলেছেন তিনি। সোমবার দিল্লির সঙ্গম বিহারে এক সভায় শাহ মন্তব্য করেন, রাহুল গান্ধী এবং কেজরিওয়ালের ভারতে যত সমর্থক আছে তার থেকে আরও বেশি সমর্থক রয়েছে পাকিস্তানে। এই মন্তব্যের তীব্র প্রতিবাদ করে মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে শাহকে এক হাত নেন আপ-সুপ্রিমো।

আরও পড়ুন-এবার বিচার যৌন-হেনস্থার, ব্রিজভূষণের বিরুদ্ধে চার্জগঠন আদালতে

তাঁর অভিযোগ, এই মন্তব্যের মধ্যে দিয়ে দিল্লির মানুষকে অপমান করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। পাকিস্তানি বলেছেন আম আদমি পার্টির সমস্ত সমর্থককে। শাহকে কেজরিওয়ালের প্রশ্ন, ৬২ আসনে জিতিয়ে দিল্লির মানুষ আমাদের সরকার গড়ে দিয়েছেন। ৫৬ শতাংশ ভোট পেয়েছি আমরা। দিল্লির মানুষ তা হলে কি পাকিস্তানি? পাঞ্জাবেও ১১৭ আসনের মধ্যে ৯২টি আসনে মানুষ রায় দিয়েছেন আমাদের পক্ষে। তা হলে পাঞ্জাবের মানুষও কি পাকিস্তানি? অন্যান্য রাজ্যেও আপের সমর্থকরা কি পাকিস্তানি? আপ-সুপ্রিমোর কটাক্ষ, সঙ্গম বিহারের যে সভায় দাঁড়িয়ে এমন আপত্তিকর মন্তব্য করেছেন অমিত শাহ, সেই সভায় ৫০০ লোকও হয়নি। এমনই তলানিতে তাঁর গ্রহণযোগ্যতা। কেজরিওয়াল মনে করেন অমিত শাহর এই ধরনের মন্তব্যের কারণ, তাঁর দম্ভ এবং ঔদ্ধত্য। আসলে মোদির উত্তরাধিকারী হওয়ার স্বপ্নে বিভোর হয়েই তাঁর এমন অধঃপতন। তিনি দৃঢ়তার সঙ্গে জানিয়ে দেন, অমিত শাহর স্বপ্নপূরণ কোনওদিনই সম্ভব নয়। কারণ, ৪ জুন বিজেপি আর কেন্দ্রে সরকার গড়তেই পারবে না। ৩০০-র বেশি আসন পেয়ে সরকার গড়বে ইন্ডিয়া জোটই।

Latest article