প্রতিবেদন : আগামী শনিবার রাজ্যে পূর্বাঞ্চলীয় পরিষদের বৈঠক বসতে চলেছে। তার আগে ওই বৈঠকের প্রস্তুতি সহ নানা বিষয় আলোচনা করতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব অজয় কুমার ভাল্লা রাজ্য সরকারের সঙ্গে একদফা বৈঠকে বসছেন। আগামী সোমবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব ও রাজ্যের মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর মধ্যে ভার্চুয়াল এই বৈঠক হবে বলে প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে। রাজ্যের সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে রাজ্য সরকারের দেওয়া প্রস্তাবের ওপর আলোচনা হতে পারে।
আরও পড়ুন-উত্তরবঙ্গের উন্নয়ন দেখতে বিশেষ কমিটি
গত ৫ নভেম্বর পূর্বাঞ্চলীয় নিরাপত্তা পরিষদের বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু, শেষ মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আসতে না পারায় সেই বৈঠক পিছিয়ে যায়। কাউন্সিলের ওই বৈঠকে পৌরোহিত্য করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই কাউন্সিলে পশ্চিমবঙ্গ ছাড়াও বিহার, ওড়িশা, সিকিম, ঝাড়খণ্ড রাজ্য রয়েছে। মূলত, বিভিন্ন রাজ্যের মধ্যে আন্তঃরাজ্য সমস্যা, সীমান্ত এলাকার নিরাপত্তা ওই বৈঠকের আলোচ্য। বৈঠকের আগে এখানকার পরিস্থিতি খতিয়ে দেখে নিতে চাইছে কেন্দ্র। ইস্টার্ন জোনাল কাউন্সিলের বৈঠকে সংশ্লিষ্ট অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরাও হাজির থাকতে পারেন।
আরও পড়ুন-পিছনে চালচিত্রের মতো বিখ্যাত বাবার নাম থাকলে সন্তানদের চাপে পড়তেই হয়
কেন্দ্রের নজর এবার রাজ্যের সীমান্তবর্তী নিরাপত্তার দিকে। ১৭ ডিসেম্বর, শনিবার নবান্ন সভাঘরে সেই বৈঠক হবে। বৈঠকে উপস্থিত থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়াও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন, ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক। বৈঠকে যোগ দেওয়ার কথা বিএসএফ, সিআইএসএফ কর্তাদের।