শাহজাহান না মান সিং, তাজমহলের স্রষ্টা কে, খুঁজবে এএসআই! নির্দেশ দিল্লি হাইকোর্টের

‘পাদশাহনামা’ গ্রন্থে এর উল্লেখ রয়েছে। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি তুষার রাও গেদেলার বেঞ্চে এই মামলা ওঠে

Must read

প্রতিবেদন : মন্দির, মসজিদ, পাঠ্যবই থেকে মুসলিম ইতিহাস মুছে ফেলার পর এবার দেশের পুরাকীর্তিগুলির পিছনে লেগেছে বিজেপি সরকার। মোদি জমানায় ইতিহাস বিকৃতি এখন আর নতুন বিষয় নয়। হিন্দুত্ববাদী শিবির এবার প্রশ্ন তুলল তাজমহল নির্মাণের ইতিহাস নিয়ে। এক হিন্দুত্ববাদী সংগঠনের মামলার জেরে তাজমহলের নির্মাণ ইতিহাস খতিয়ে দেখতে ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণকে নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট। বিষয়টি প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই শোরগোল শুরু হয়েছে।

আরও পড়ুন-সংসদ নতুন আইন করতে পারে, কিন্তু রায় বাতিল পারে না, তাৎপর্যপূর্ণ মন্তব্য প্রধান বিচারপতির

পৃথিবীর সপ্তম আশ্চর্যের অন্যতম একটি আশ্চর্য তাজমহল। তার সৌন্দর্যে মুগ্ধ হতে প্রতি বছর ভারতে ভিড় জমান অসংখ্য বিদেশি পর্যটক। এই স্মৃতিসৌধ নিয়ে হিন্দুত্ববাদীদের নানান ধরনের আজব দাবি এই প্রথমবার নয়, তাদের চোখে কখনও তাজমহল হয়েছে তেজো মহালয়া তো কখনও হিন্দু মন্দির। আর সেই দাবি নিয়েই দিল্লি হাইকোর্টে জনস্বার্থ মামলাটি করেছে ‘হিন্দু সেনা’ নামের একটি সংগঠন। আবেদনে বলা হয়েছে, এখনকার তাজমহল হিন্দু রাজা মান সিংয়ের প্রাসাদ ছিল। পরবর্তীকালে মুঘল সম্রাট শাহজাহান কেবল তার সংস্কার করেছিলেন। অতএব, ইতিহাস বইয়ে উল্লেখ করা তাজমহলের নির্মাণের তথ্য ভুল। হিন্দু সেনার আবেদন, এএসআই, কেন্দ্র এবং উত্তরপ্রদেশ সরকারকে উপযুক্ত নির্দেশ দিক আদালত। হিন্দুত্ববাদী সংগঠনের দায়ের করা মামলায় বলা হয়েছে, ১৬৩২ থেকে ১৬৩৮ সাল, এই সময়কালে রাজা মান সিংয়ের প্রাসাদের সংস্কার করেছিলেন শাহজাহান৷ যা আজকের তাজমহল।

আরও পড়ুন-নেত্রীর দেখানো পথেই আন্দোলন : সুব্রত বক্সি

‘পাদশাহনামা’ গ্রন্থে এর উল্লেখ রয়েছে। দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি সতীশচন্দ্র শর্মা এবং বিচারপতি তুষার রাও গেদেলার বেঞ্চে এই মামলা ওঠে। এদিন শুনানির পর দুই বিচারপতির বেঞ্চ বিষয়টি বিবেচনার জন্য ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণকে নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে।

Latest article