প্রতিবেদন : মুল্লানপুরের মাঠটা নতুন। কিছুদিন হল ওখানে খেলা হচ্ছে। এটাও শহর চণ্ডীগড় থেকে মোহালির মতো কিছুটা দূরে। মঙ্গলবার সেই মাঠে কেকেআর মুখোমুখি হবে পাঞ্জাব কিংসের।
গতবার নাইটদের যিনি অধিনায়ক ছিলেন, সেই শ্রেয়স আইয়ার এখন পাঞ্জাব কিংসের অধিনায়ক। শ্রেয়সের হয়তো একটা জবাব দেওয়ার তাগিদ থাকবে। শোনা গিয়েছে গতবারের আইপিএল জয়ী অধিনায়ককে কেকেআর এমন টাকার আফার করেছিল, যা তাঁর পছন্দ হয়নি। শ্রেয়স নিজেকে নিলামে তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন। অতঃপর রেকর্ড দামে পাঞ্জাব তাঁকে কিনে অধিনায়ক করেছে।
সোশ্যাল মিডিয়ায় ‘শ্রেয়সের সঙ্গে অন্যায় হয়েছে’ এমন একটা আওয়াজ উঠেছিল। আর শ্রেয়স চ্যাম্পিয়ন্স ট্রফি থেকেই স্বপ্নের ফর্মে রয়েছেন। আইপিএলে অবশ্য এবার দারুণ কিছু করে উঠতে পারেননি। ৪ ম্যাচে ১৪৯ রান। সর্বোচ্চ ৮৭ নট আউট। কিন্তু সামনে কেকেআর বলে মঙ্গলবারের ম্যাচ একটু বেশি গুরুত্ব পাচ্ছে। নাইটদের জন্য শ্রেয়সের উইকেট খুব গুরুত্বপূর্ণ। এটাও বলার, মুল্লানপুরে কিন্তু চিপকের মতো বল ঘোরার সম্ভাবনা নেই।
চেন্নাই থেকে শনিবার রাতে চণ্ডীগড় পৌঁছেছে কেকেআর। ধোনি দুর্গে সিএসকেকে হারিয়ে আত্মবিশ্বাসে ফুটছে রাহানের দল। কিন্তু পাঞ্জাব ম্যাচে তাদের অর্শদীপ সিং, লকি ফার্গুসন, মার্কাস স্টয়নিসের মুখোমুখি হতে হবে। সঙ্গে যুজবেন্দ্র চাহাল। ব্যাটিংয়ে শ্রেয়সের পাশে ম্যাক্সয়েল, প্রভসিমরান রয়েছেন। কঠিন চ্যালেঞ্জ।
আরও পড়ুন-হাজার হাজার শিক্ষককে চাকরিচ্যুত করে এখন কুমিরের কান্না সিপিএম-বিজেপির
নাইটদের জন্য সুবিধা এটাই যে, ব্যাটিং-বোলিং ছুটছে। স্পিনারদের পাশে হর্ষিত, বৈভবও ভাল বল করছেন। ব্যাটিংয়ে নারিন ছন্দে রয়েছেন। ডি’কক অবশ্য ভাল শুরু করেও টানতে পারছেন না। তবে রাহানে তিনে দলকে ভরসা জোগাচ্ছেন। আগের দিন জেতার পর কেকেআর অধিনায়ক বলেন, আমি নিজের খেলায় সন্তুষ্ট। আপাতত মাথায় আইপিএল। অন্য কিছু নিয়ে ভাবছি না।
সব ম্যাচের মতো সিএসকেকে হারানোর পরও ড্রেসিংরুমে শাহরুখ খানের বার্তা পড়ে শুনিয়েছেন কেকেআর কর্তা ভেঙ্কি মাইসোর। শাহরুখ বার্তায় বলেন, দল চ্যাম্পিয়নের মতো খেলেছে। কিং খান নারিন, বরুণ, ভেঙ্কটেশ, মঈন, রিঙ্কু, হর্ষিত, বৈভব সবার নাম করে প্রশংসা করেছেন। বলেন, নারিন সেটাই করল যা ও করে আসছে। মঈন আসায় সবাই ঠান্ডা মাথায় খেলতে পেরেছে। বরুণ ভাল বল করার পাশাপাশি দুর্দান্ত ক্যাচ নিয়েছে। বৈভব পরিশ্রম করছে। নারিন আর ভেঙ্কটেশ ক্যাচ ফেলায় দুজন দুজনকে খাওয়াবে। কুইনি পেল্লাই ছক্কা ম্যাচে দেখে ভাল লাগল। এছাড়া শাহরুখ রাহানেকে বলেন, খুব ভাল ক্যাপ্টেন্সি করেছ। তুমি আদর্শ নেতা।