গণতন্ত্র হত্যাকারী শাহ, ভোট ঘোষণার আগেই দাঁত-নখ বের করে ফেলল বিজেপি, বাংলাজুড়ে প্রতিবাদ-বিক্ষোভ

ছাব্বিশের ভোটের দামামা বাজার আগেই নখ-দাঁত বের করে ফেলল বিজেপি৷ রাজনৈতিকভাবে বাংলার সঙ্গে লড়াইয়ে পেরে না উঠে এজেন্সি-রাজনীতি শুরু হয়ে গেল৷

Must read

প্রতিবেদন : ছাব্বিশের ভোটের দামামা বাজার আগেই নখ-দাঁত বের করে ফেলল বিজেপি৷ রাজনৈতিকভাবে বাংলার সঙ্গে লড়াইয়ে পেরে না উঠে এজেন্সি-রাজনীতি শুরু হয়ে গেল৷ বৃহস্পতিবার ভোর থেকে প্রথমে তৃণমূল কংগ্রেসের প্রচার সংস্থা আইপ্যাক-কর্তা প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়ি এবং পরে সেক্টর ফাইভের অফিসে ইডি তদন্তের নামে নথি লুট করার ষড়যন্ত্র তৈরি করে৷ এর পরেই খবর পেয়ে ঘটনাস্থলে যান সিপি মনোজ ভার্মা৷ তার কিছুক্ষণের মধ্যে পৌঁছন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী লাউডন স্ট্রিটে৷ স্পষ্ট ভাষায় বলেন, গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে৷ দলের তথ্য-প্রযুক্তি নথি হাতিয়ে নিয়ে রাজনৈতিক লাভের জন্যই এজেন্সি লাগানো হয়েছে৷ প্রতিবাদে বাংলা জুড়ে বিক্ষোভ শুরু হয় বিজেপির বিরুদ্ধে৷ ইডির বেআইনি তল্লাশির প্রতিবাদে প্রতীক জৈনের পরিবার থানায় এফআইআর করেছে এবং হাইকোর্টে মামলাও করা হয়েছে৷ শুনানি এই সপ্তাহেই৷

আরও পড়ুন-ইডি-সক্রিয়তায় তোপ অখিলেশের

লাউডন স্ট্রিট থেকে মুখ্যমন্ত্রী যান সেক্টর ফাইভের অফিসে সেখানে তাঁর নির্দেশেই দলের বেশ কিছু নথি সংগ্রহ করে পুলিশ৷ মুখ্যমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, অমিত শাহের নির্দেশেই এই তল্লাশি৷ দলের প্রার্থী তালিকা, হার্ডডিক্স এবং পার্টির স্ট্র্যাটেজি-সংক্রান্ত নথি চুরি করতেই দু’জায়গায় হানা৷ ওরা আমার দলের সমস্ত নথি বাজেয়াপ্ত করছিল৷ আমরা সেগুলো নিয়ে এসেছি৷ লাউডন স্ট্রিটে প্রতীকের বাড়ি ছাড়াও পোস্তা এলাকায় আর এক ব্যবসায়ীর বাড়িতে ইডি হানা দেয়৷ মুখ্যমন্ত্রীর প্রশ্ন, ভোটের আগে দলীয় প্রার্থীদের নথি নিতে চাইছে৷ এটা কোন ধরনের রাজনীতি? মুখ্যমন্ত্রীর সঙ্গে সিপি ও ডিসি (সাউথ) ছিলেন৷ মুখ্যমন্ত্রী বলেন, যেভাবে অমিত শাহ দেশকে নিয়ন্ত্রণ করতে চাইছেন, সেটা চলতে পারে না৷ দলের নথি বাজেয়াপ্ত করা হচ্ছে৷ এটা গণতন্ত্র? রাজনৈতিক লড়াইয়ের বাইরে গিয়ে বাংলার মানুষের উপর আঘাত৷ প্রথমে বঞ্চনা, তারপর বাংলার মানুষের নাম দেখলেই ভোটার তালিকা থেকে বাদ দেওয়া! এসআইআর করেও বিজেপি ব্যর্থ হওয়ার পর কেন্দ্রীয় সংস্থাকে নামিয়েছে৷ লক্ষ্য, তাদের মাধ্যমে গুরুত্বপূর্ণ নথি হাতিয়ে নেওয়া৷ পুরোটাই যে রাজনৈতিক উদ্দেশে তা বলার অপেক্ষা রাখে না৷ মুখ্যমন্ত্রীর অভিযোগ, আইপ্যাকের কর্মীদের সঙ্গে প্রতিদিন কথা হয়৷ সেইসব তথ্য থাকে দফতরে৷ কিন্তু নামমাত্র অভিযোগের কথা বলে যে তল্লাশি চালাচ্ছে ইডি তাতে সেইসব দলীয় তথ্য সরিয়ে ফেলা হয়েছে৷ আইপ্যাক কর্তাকে ইডি জিজ্ঞাসাবাদের নামে নিয়ে যাওয়ার পর ছেড়ে দেয়৷ সূত্রে খবর কিছুই না মেলার কারণে ইডি এই পদক্ষেপ করতে বাধ্য হয়েছে৷ মুখ্যমন্ত্রীর বক্তব্য, এজেন্সি দিয়ে বিজেপি বাংলায় লুট চালাবে৷ আর বাংলার মানুষ চুপ করে বসে থাকবেন, এটা চলতে পারে না৷ বৃহস্পতিবার অমিত শাহের নির্দেশে এজেন্সি যা করেছে তাতে তাদের গণতন্ত্রের হত্যাকারী ছাড়া কিছু বলা যায় না৷

Latest article