প্রতিবেদন: পহেলগাঁও কাণ্ডে পাকিস্তানের যোগ এখন স্পষ্ট সীমান্তে জঙ্গি ঢোকানোর ঠিকাদারি নিয়েছে আইএসআই ও পাকসেনা। কাশ্মীর নিয়ে সুর চড়িয়ে সন্ত্রাসের ইস্যুকে লঘু করার চেষ্টা করেছে পাক সরকার। কিন্তু ভারতের অপারেশন সিঁদুর-এর ধাক্কায় এখন গোটা বিশ্বেই চুরমার হয়েছে ইসলামাবাদের ভাবমূর্তি। সিন্ধু জলচুক্তি বাতিলের পর আরও সঙিন অবস্থা। চাপে পড়ে এবার তাই চার ইস্যুতে ভারতের সঙ্গে আলোচনায় বসতে চাইছে পাকিস্তান। বুধবার সেদেশের সাংবাদিকদের জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। এই সূত্রে ভারত-পাক দ্বিপাক্ষিক আলোচনার জন্য ‘নিরপেক্ষ’ দেশের নামও প্রস্তাব করেছেন তিনি। পাকিস্তানের সংবাদমাধ্যম ‘ডন’-এর প্রতিবেদন অনুসারে, বুধবার প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, ভারতের সঙ্গে কাশ্মীর, জল, বাণিজ্য এবং সন্ত্রাসবাদ— এই চারটি মূল বিষয়ের উপর আলোচনা হবে। ভারত শুধুমাত্র সন্ত্রাসবাদ নিয়ে আলোচনা চাইলেও পাক সরকার এই চারটি বিষয় নিয়ে কথা বলার দাবিতে অনড় থাকবে। জল বলতে শাহবাজ শরিফ সিন্ধু জলবণ্টন চুক্তির দিকে ইঙ্গিত করতে চেয়েছেন বলে মত ওয়াকিবহাল মহলের। গত ২২ এপ্রিল পহেলগাঁওতে জঙ্গি হামলার পর পাকিস্তানের সঙ্গে হওয়া এই চুক্তি স্থগিত রেখেছে ভারত। দুই দেশের সংঘর্ষবিরতি হওয়ার পরেও এখনও এই চুক্তির স্থগিতাদেশ প্রত্যাহার করেনি নয়াদিল্লি। এতে ব্যাপক সমস্যায় পাকিস্তান।
এদিকে ভারত-পাক দ্বিপাক্ষিক আলোচনা চিনে হতে পারে কি না, এই প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী শাহবাজ বলেন, ভারত কখনও এতে রাজি হবে না। এর চেয়ে বরং সৌদি আরবে দ্বিপাক্ষিক আলোচনা হতে পারে। সেক্ষেত্রে দুই দেশই বোঝাপড়ায় আসতে সম্মত হবে বলে আশা পাক প্রধানমন্ত্রীর।
আরও পড়ুন: পাক গোলাবর্ষণে স্বজনহারা ১৫ পরিবার, পুঞ্চে তৃণমূল, আপ্লুত এলাকাবাসী