হারের হ্যাটট্রিকেও বিচলিত নন, শাহরুখ-বার্তা, হারলে এভাবেই হারো

রাজস্থান রয়্যালসের বিশাল রান তাড়া করে দুর্দান্ত লড়াইয়ের পর হারতে হলেও হতাশ নন কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান।

Must read

প্রতিবেদন : ‘হার কে জিতনেওয়ালো কো বাজিগর ক্যাহেতা হ্যায়’— তাঁর বিখ্যাত এই ফিল্মি সংলাপই কি মনে পড়ে গেল কিং খানের? রাজস্থান রয়্যালসের বিশাল রান তাড়া করে দুর্দান্ত লড়াইয়ের পর হারতে হলেও হতাশ নন কলকাতা নাইট রাইডার্সের কর্ণধার শাহরুখ খান। বরং নাইটদের দুর্দান্ত লড়াইয়ের প্রশংসায় বলিউড বাদশা। কিং খানের বার্তা, হারলে এভাবেই হারা উচিত।

আরও পড়ুন-কাদিজের বিরুদ্ধে অবাক হার বার্সার

মঙ্গলবার ট্যুইট করে নিজের দলের ক্রিকেটারদের বার্তা দিয়েছেন শাহরুখ। সেখানে তিনি লেখেন, ‘খুব ভাল খেলেছ তোমরা। শ্রেয়স আইয়ার, অ্যারন ফিঞ্চ, উমেশ যাদব অনেক চেষ্টা করেছে। সুনীল নারিনকে ১৫০তম ম্যাচের জন্য এবং ব্রেন্ডন ম্যাকালামকে ১৫ বছর আগের ওই ইনিংসের জন্য শুভেচ্ছা। আমি জানি, আমরা হেরেছি। কিন্তু যদি হারতেই হয় তবে এভাবেই হারা উচিত। নিজেদের মাথা উঁচু রাখো।’
শাহরুখ হতাশ না হতে চাইলেও দুর্দান্ত ইনিংস খেলে আউট হওয়ার পর হতাশা প্রকাশ করলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার। নাইট ক্যাপ্টেনের হতাশা প্রকাশের ভিডিও রীতিমতো ভাইরাল। ভিডিওতে দেখা গিয়েছে, আউট হয়ে ফিরে ডাগআউটে বসে থাকা কোচ ব্রেন্ডন ম্যাকালামের কাছে হতাশা প্রকাশ করছেন। রান তাড়া করার যে পরিকল্পনা তিনি করেছিলেন, সেটা সম্ভবত না হওয়াতেই কোচের কাছে হতাশা প্রকাশ করতে দেখা গিয়েছে শ্রেয়সকে।

আরও পড়ুন-কেরলের কাছে হেরে চাপে বাংলা

রাজস্থানের কাছে লড়ে হারের পর ম্যাকালাম বলেন, ‘‘মাঝে মধ্যে এমনটা হয়। তবে চাহালের মতো বোলারকে চেপে বসার সুযোগ দেওয়া ঠিক হয়নি। ভাল খেলেও বোকার মতো গোটা দু’য়েক ভুল করেছি।’’

Latest article