প্রতিবেদন : গুজরাত (Gujrat) বিধানসভার বিভিন্ন নির্বাচনী (election campaign)প্রচারসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা বিজেপি নেতা অমিত শাহ (Amit Shah)একের পর এক বিদ্বেষ ও উসকানিমূলক মন্তব্য করে চলেছেন। ইতিমধ্যেই সাম্প্রদায়িক ও বিদ্বেষমূলক বক্তব্য রাখার কারণে শাহর বিরুদ্ধে নির্বাচন কমিশনে একাধিক অভিযোগ জমা পড়েছে।
আরও পড়ুন-ডোমকলে জনপ্লাবিত সভায় মহুয়া, কে পাশে, বোঝেন মানুষ
একের পর এক অভিযোগে জেরবার হয়ে শেষ পর্যন্ত নির্বাচন কমিশন অমিত শাহর বিতর্কিত ভাষণের টেপ এবং গুজরাতের মুখ্য নির্বাচনী অফিসারের রিপোর্ট তলব করল। কংগ্রেস ও আম আদমি পার্টি ছাড়াও একাধিক নাগরিক সংগঠনও শাহর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জানিয়েছে। অভিযোগ জানিয়েছে নির্বাচন নিয়ে কাজ করা কয়েকটি প্রতিষ্ঠান এবং কেন্দ্রের অবসরপ্রাপ্ত এক আমলা।