কানপুর, ২৬ সেপ্টেম্বর : বড় চমক দিলেন শাকিব আল হাসান (Shakib Al Hasan)। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে এসে তারকা অলরাউন্ডার সাফ জানালেন, বাংলাদেশের হয়ে শেষ টি-২০ ম্যাচ তিনি খেলে ফেলেছেন। আগামী মাসে দেশের মাটিতে আয়োজিত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে সিরিজ খেলে টেস্ট ক্রিকেটকেও বিদায় জানাতে চান। যদি সেটা সম্ভব না হয়, তাহলে কানপুরই তাঁর শেষ টেস্ট ম্যাচ!
২১ অক্টোবর এবং ২৯ অক্টোবর বাংলাদেশের মাটিতে দু’টি টেস্ট খেলবে দক্ষিণ আফ্রিকা। শাকিবের বক্তব্য, ‘‘বাংলাদেশ ক্রিকেট আমার অনেক কিছু দিয়েছে। আমি দেশের মাটিতে নিজের শেষ টেস্ট খেলতে চাই। সেক্ষেত্রে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মিরপুর হবে আমার বিদায়ী টেস্ট ম্যাচ। বাংলাদেশে যাওয়া নিয়ে আমি চিন্তা করছি না। আমার চিন্তা দেশে ফিরলে ওখান থেকে বেরোতে পারব কিনা। আমি এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করেছি। ওরা চেষ্টা করছেন, যাতে সমস্যা না হয়। যদি দেশে না ফিরি, তাহলে কানপুরই হবে আমার শেষ টেস্ট ম্যাচ।’’ এদিকে, বাংলাদেশ বোর্ড এদিন জানিয়েছে, শাকিবের নিরাপত্তা দেওয়ার ক্ষমতা তাদের নেই।
আরও পড়ুন-আইমারের হ্যাটট্রিক, জিতল ডায়মন্ড হারবার
শাকিব (Shakib Al Hasan) আরও বলেন, ‘‘কিছুটা অপ্রাসঙ্গিক হলেও জানাতে চাই, দেশের হয়ে শেষ টি-২০ ম্যাচ খেলে ফেলেছি। আমি চাই এই ফরম্যাটে নতুন মুখ উঠে আসুক। তবে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলব। ছ’মাস বা এক বছর পর যদি বোর্ডের মনে হয়, আমি ফিট বা ফর্মে রয়েছি, তাহলে হয়তো এই ফরম্যাটে ফিরতেও পারি।’’ একই সঙ্গে তিনি জানিয়েছেন, ২০২৫ সালে চ্যাম্পিয়ন্স ট্রফিই হবে একদিনের ক্রিকেটে তাঁর শেষ টুর্নামেন্ট। শাকিব জানাচ্ছেন, ‘‘আমি মনে করি, সরে যাওয়ার এটাই সঠিক সময়। এর পিছনে কোনও অভিমান নেই। নতুনদের উঠে আসার সুযোগ দিতে হবে। নিজের কেরিয়ার নিয়ে আমি খুশি। আমার কোনও অনুশোচনা নেই। যতদিন উপভোগ করেছি, ক্রিকেট খেলেছি। এবার থামার সময় এসেছে। কোচ, অধিনায়ক, নির্বাচক, বোর্ড— সবার সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নিয়েছি।’’