লজ্জা! ময়লা পরিষ্কার করতে গিয়ে মৃত্যুর ঘটনায় শীর্ষে বিজেপি রাজ্যই

কেন্দ্রের তথ্যই বলছে, ময়লা পরিষ্কার করতে গিয়ে সারা দেশে যত মানুষের মৃত্যু হয়, তার মধ্যে শীর্ষে রয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোই

Must read

নয়াদিল্লি : লজ্জা, অপমান মানবিকতার। এর নামই কি সামাজিক ন্যায়বিচার? কেন্দ্রের তথ্যই বলছে, ময়লা পরিষ্কার করতে গিয়ে সারা দেশে যত মানুষের মৃত্যু হয়, তার মধ্যে শীর্ষে রয়েছে বিজেপি শাসিত রাজ্যগুলোই। বিজেপি শাসনের এই লজ্জাজনক দিকটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে তৃণমূল। সংসদে সামাজিক ন্যায়বিচার ও ক্ষমতায়ন মন্ত্রকের প্রতিমন্ত্রী রামদাস অঠাওয়ালে যে তথ্য দিয়েছেন, তাতে স্পষ্ট—ময়লা পরিষ্কার করতে গিয়ে মৃত্যুর ঘটনায় সারা দেশের মধ্যে শীর্ষে রয়েছে বিজেপি-শাসিত রাজ্যগুলোই। সবচেয়ে করুণ দশা মহারাষ্ট্রের। মৃত্যুর সংখ্যা ৬৩। তারপরেই হরিয়ানা। এখানে ময়লা পরিষ্কার করতে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে ৫১ জনের। বিজেপি শাসিত গুজরাত এবং উত্তরপ্রদেশ, এই ২ রাজ্যেই মৃত্যুসংখ্যা ৪৯। বাংলায় কিন্তু এই ধরনের ঘটনা তুলনামূলকভাবে নগণ্য।

আরও পড়ুন-বদলে যাচ্ছে আধারের নকশা

সমাজমাধ্যমে এই নিয়ে বিজেপিকে তীব্র কটাক্ষ করেছে তৃণমূল। লিখেছে, যেখানে শালীন রাজনৈতিক কথোপকথনের কথা উঠে আসে, সেখানে একথা স্পষ্ট — আমরা সেই দলের কাছ থেকে শিষ্টাচারের পাঠ নেব না, যাদের প্রধানমন্ত্রী, একজন মহিলা মুখ্যমন্ত্রীকে প্রকাশ্যে কটূক্তি করেন, যাদের নেতারা বাঙালিদের অপমান করতে “বাংলাদেশি–রোহিঙ্গা” শব্দকে কু-ইঙ্গিত হিসেবে ব্যবহার করেন, আর যাদের সাংসদরা সংসদের মেঝেতে বসেই অনায়াসে সাম্প্রদায়িক মন্তব্য ছুঁড়ে দেন।
তবে হ্যাঁ, একটা বিষয়ে আপনারা ঠিকই বলেছিলেন— বিজেপিকে নর্দমার ইঁদুরের সঙ্গে তুলনা করা আমাদের উচিত হয়নি। কারণ এখন বুঝতে পারছি, এতে নর্দমায় বসবাসকারী প্রাণীদেরই অপমান করা হত!

Latest article