লজ্জা! কেরলের বাম নেতার নিম্নরুচির মন্তব্য

বিরোধীদের আক্রমণ করতে গিয়ে মহিলাদের প্রতি তাঁর আরও মন্তব্য, বিয়ে হয়ে গেলে তোমাদের কাজ শ্বশুরবাড়ির দেখাশোনা করা।

Must read

তিরুবনন্তপুরম : রুচি কতটা নিচে নেমে গেলে এমন মন্তব্য করতে পারেন কোনও সিপিএম নেতা। মুখে প্রগতিবাদের বুলি আউড়ে যারা বিভ্রান্ত করে সাধারণ মানুষকে, সেই সিপিএমেরই নেতা চূড়ান্ত অপমানজনক মন্তব্য করলেন মহিলাদের বিরুদ্ধে।

আরও পড়ুন-শুরু কলকাতা জেলা বইমেলা

বললেন, মহিলাদের কাজ শুধুমাত্র স্বামীর সঙ্গে শোয়া। হ্যাঁ, মালাপ্পুরমে রবিবার এমনই নিম্নরুচির মন্তব্য শোনা গেল কেরলের সিপিএম নেতা সইদ আলি মজিদের মুখে। পুর নির্বাচনে নামমাত্র ভোটে নিজের জয় উপলক্ষে এক অনুষ্ঠানে বাম নেতা-কর্মী এবং মহিলাদের উপস্থিতিতেই তাঁর মন্তব্য, মহিলাদের বিয়ে করো শুধুমাত্র সেক্স এবং সন্তানের জন্ম দেওয়ার জন্য। বিরোধীদের আক্রমণ করতে গিয়ে মহিলাদের প্রতি তাঁর আরও মন্তব্য, বিয়ে হয়ে গেলে তোমাদের কাজ শ্বশুরবাড়ির দেখাশোনা করা। যদি রাজনীতিতে প্রবেশ করো, তাহলে আরও বেশি শুনতে হবে। যদি শুনতে না পারো তবে রাজনীতিতে থাকাই উচিত নয়।

Latest article