ছিঃ বিজেপি ছিঃ, লজ্জা: নারী-সুরক্ষা নিয়ে বিপ্লব! আসল চরিত্র প্রকাশ্যে

Must read

প্রতিবেদন : ফের কুকথার ফুলঝুরি বিজেপি বিধায়কের মুখে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কুৎসিত ভাষা ব্যবহার করলেন বিজেপির ওন্দার বিধায়ক অমরনাথ শাখা (Amarnath Sakha)। প্রশাসনিক প্রধান হিসেবে কেন্দ্রের গাইডলাইন মেনে মুখ্যমন্ত্রী আরজি করের মৃতা চিকিৎসক তরুণীর পরিবারকে ক্ষতিপূরণের কথা বলেছিলেন। তাঁকে কটাক্ষ করতে গিয়ে এবার যে ভাষা ও কুৎসিত ইঙ্গিত করলেন বিজেপির এই বিধায়ক তাতে স্তম্ভিত রাজ্যবাসী। প্রকাশ্য সভায় বলা কুৎসিত শব্দবন্ধ একজন নারীকে অপমান করার জন্য ভয়ঙ্কর। ঘটনাচক্রে তিনিই দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী। নারীসুরক্ষা, নারী-সম্মান নিয়ে বিপ্লব করা বিজেপির আসল চরিত্রটা ফের প্রকাশ্যে চলে এসেছে। আগুনের মতো এই ভিডিও ছড়ানোর পরেও বিজেপির তরফে এখনও পর্যন্ত অমরনাথ শাখাকে (Amarnath Sakha) কোনও সতর্কবার্তা দেওয়া হয়নি। এই ন্যক্কারজনক ঘটনার তীব্র প্রতিবাদ করেছে তৃণমূল কংগ্রেস।

আরও পড়ুন- পিংলায় রাম ও বামে বিরাট ভাঙন, তৃণমূলে ৪৪ পরিবার

বিজেপির বিধায়ক বাংলার নারীদের, মুখ্যমন্ত্রীকে অপমান করেছে। বিজেপির উচিত পদক্ষেপ নেওয়া। ভুয়ো পোস্টের তদন্ত হচ্ছে। মুখ্যমন্ত্রীকে যে বিধায়ক অপমান করেছে তার জন্য আইনে যা শাস্তির বিধান আছে, তা হওয়া উচিত। স্পষ্ট কথা দলের। এ-বিষয়ে বুধবার সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ বলেন, বিজেপি বলুক, তারা এই বিষয়টিকে সমর্থন করে কিনা। আমাদের দলের কেউ অন্যরকম কথা বললে আমরা তা সমর্থন করি না। বিজেপি যদি বলে এই ভাষাগুলি চলবে তবে আমরাও বিজেপি সম্পর্ক এই ভাষা প্রয়োগ করব। কুণালের সংযোজন, আমাদের নেত্রীকে কুৎসিত ভাষায় আক্রমণ করবে আর আমরা ফুল-চন্দন, রসগোল্লা দেব— এই দুটো একসঙ্গে চলতে পারে না। তাঁর কথায়, আমাদের নেতারা প্ররোচিত হয়ে বা ধৈর্য হারিয়ে কিছু বললে, আমরা যেমন বলি দল অনুমোদন করে না, কই বিজেপি তো এখনও সেরকম কিছু বলেনি। ওদের ট্রেনি সভাপতি ও দলবদলু নেতাও কিছু বলেনি!

Latest article