রবীন্দ্রনাথ হলেন সান্যাল! এই জন্যই অমিত শাহরা বহিরাগত

Must read

প্রতিবেদন : দেশের জাতীয় সঙ্গীতের জনক, জাতীয় কবিরই নাম ভুলে হাসির খোরাক হলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আবার প্রমাণ করলেন কেন তাঁরা বহিরাগত। বিজেপি নেতাদের যে সাংস্কৃতিক জ্ঞান শূন্য, তা আবার প্রমাণ হয়ে গেল অমিত শাহর (Amit Shah) কথায়। আর তাঁর এই ভ্রান্তিবিলাস নিয়ে তৃণমূল দ্ব্যর্থহীন ভাষায় তাঁকে এবং তাঁর দলকে বাংলাবিরোধী বলে আক্রমণ শানাল।

আরও পড়ুন- শুনানিতে ডাক পেয়ে আত্মঘাতী হলেন বৃদ্ধ

তৃণমূলের কথায়, মিস্টার অমিত শাহ (Amit Shah), আপনি জাতীয় কবির নামই জানেন না! আমাদের জাতীয় কবি হলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আপনি কি না বাংলার মনীষীদের নাম বলতে গিয়ে ভ্রান্তিবিলাস ঘটিয়ে ফেললেন। রবীন্দ্রনাথ ঠাকুর ও শচীন্দ্রনাথ সান্যালকে মিলিয়ে দিয়ে বিশ্ববরেণ্য কবিকে আখ্যায়িত করলেন রবীন্দ্রনাথ সান্যাল নামে। দুই অসাধারণ ব্যক্তিত্ব দুই ভিন্ন মানুষ। কিন্তু আপনি সেই পার্থক্যটা জানবেনই বা কী করে? কারণ, আপনি তো একজন বহিরাগত, যাঁদের সাংস্কৃতিক জ্ঞান নেই। তাই বাংলায় আসার আগে নিজের পড়াশোনাটা করুন। আমাদের আইকনদের নাম বিকৃত করা বন্ধ করুন। বন্ধ করুন আমাদের মনীষীদের অপমান করা। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, নিজেদের হাসির খোরাক বানানো বন্ধ করুন।

Latest article