এসআইআরে ১ লক্ষ মতুয়া বাদ! প্রতিবাদ করতেই গুন্ডামি বিজেপির

নিরীহদের রাস্তায় ফেলে পেটাল শান্তনু-ঘনিষ্ঠরা

Must read

প্রতিবেদন : ঠাকুরবাড়ির লজ্জা নির্লজ্জ শান্তনু! ভাড়া-করা গুন্ডাবাহিনী দিয়ে নিরীহ মতুয়াদের ব্যাপক মারধর বিজেপি (shame on bjp) সাংসদ শান্তনু ঠাকুরের। রেহাই পাননি মতুয়া-মহিলারাও। গুন্ডাদের উত্তমমধ্যম মারধরে অসুস্থ একাধিক। বুধবার বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের ‘এসআইআরে এক লক্ষ মতুয়ার নাম বাদ’ মন্তব্যের কৈফিয়ত চাইতে গিয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্নের শিকার হতে হল সাংসদ তথা মতুয়া সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর-সহ নিরীহ-নিরস্ত্র মতুয়াদের। যে মতুয়াদের ভোটে জিতে সাংসদ থেকে কেন্দ্রের প্রতিমন্ত্রী হয়েছেন, সেই মতুয়াদের সঙ্গেই বিশ্বাসঘাতকতা করেছেন শান্তনু। আর জবাব চাইতে যাওয়ায় ঠাকুরনগরের ঠাকুরবাড়িতে নিরীহ মতুয়াদের রাস্তায় ফেলে পেটাল শান্তনুর পোষা গুণ্ডাবাহিনী ও স্থানীয় বিজেপি সভাপতি। ঠাকুরবাড়ির পুণ্যভূমিতে দাঁড়িয়ে ঠাকুর পরিবারেরই সদস্য শান্তনু ঠাকুরের মদতপুষ্ট বহিরাগত ও অমতুয়া গুন্ডাবাহিনীর হাতে মতুয়াদের এই হেনস্থা ‘লজ্জাজনক’ বলে দাবি মমতা ঠাকুরের। নিরীহ মতুয়াদের মারধরের তীব্র নিন্দা করছে তৃণমূল কংগ্রেসও। সমাজমাধ্যমে দলের বক্তব্য, বাংলা জুড়ে মতুয়ারা যখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন, তখন একজন জনপ্রতিনিধি হিসেবে তাঁদের পাশে দাঁড়ানো তো দূর, উল্টে সব দায় নির্বাচন কমিশনের ঘাড়ে ঠেলে শান্তনু ঠাকুর এখন পিঠ বাঁচাতে চাইছেন। মতুয়াদের বিপদের মুখে ঠেলে দিয়ে বিজেপির (shame on bjp) এই প্রতারণা আর চূড়ান্ত দায়িত্বজ্ঞানহীনতার মুখোশ খসে পড়েছে। বাংলার মানুষ এই বিশ্বাসঘাতকতার যোগ্য জবাব দেবে।

আরও পড়ুন- ‘শান্তির দীপ এসো ঘরে ঘরে’: বড়দিনে মুখ্যমন্ত্রীর কথা-সুরে নতুন গান

একজন সাংসদ ও ঠাকুরবাড়ির সদস্য হয়েও এসআইআর চলাকালীন লন্ডনে প্রমোদভ্রমণে ব্যস্ত ছিলেন শান্তনু ঠাকুর। আর এদিকে নাগরিকত্বের টোপ দিয়ে ভুয়ো ক্যাম্প খুলে সাধারণ মানুষের টাকা লুটে নেওয়ার পর নির্লজ্জের মতো বলেছেন— একলক্ষ মতুয়ার নাম বাদ যাওয়াটা নাকি স্বাভাবিক ঘটনা! বুধবার দুপুরে শান্তিপূর্ণভাবে শান্তনুর কাছে এই দ্বিচারিতা ও বিশ্বাসঘাতকতার জবাব চাইতে গিয়েছিলেন মতুয়া সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুরের নেতৃত্বাধীন মতুয়া সাধু-গোসাঁই-পাগলেরা। মমতা ঠাকুরের অভিযোগ, সেই শান্তিপূর্ণ মতুয়াদের শান্তনু-ঘনিষ্ঠ বিজেপি সভাপতি ও তাঁর পোষা গুন্ডাবাহিনী নৃশংসভাবে মারধর করে। বাদ যায়নি মতুয়া মহিলারাও। বেশ কয়েকজন আহত হয়েছেন। ৪ জনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। মমতাবালার আরও অভিযোগ, শান্তনু দিনের পর দিন যেভাবে মতুয়াদের ঠকিয়েছে, তার জবাব চাইতে গিয়েছিলাম। কিন্তু শান্তনু গুন্ডাবাহিনী এনে মতুয়াদের গায়ে হাত তুলেছে। প্রতিবাদ করলেও আজকে মার খেতে হচ্ছে মতুয়াদের! মতুয়াদের রক্ষাকর্তা সেজে বিজেপি আজ তাঁদেরই ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে। ভোটাধিকার কি বিজেপির দয়ার দান? মতুয়াদের আবেগ নিয়ে এই ছিনিমিনি খেলা বাংলা মেনে নেবে না।

Latest article