মহিলাদের বাপ-বাপান্ত, শালীনতার সীমা ছাড়ালেন বিজেপির দিলীপ

গলা টিপে দেব, বাপকে জিজ্ঞাসা কর, কী ভাষা একজন নেতার মুখে!

Must read

প্রতিবেদন : ফের লাগামছাড়া কুকথা দিলীপ ঘোষের (Dilip Ghosh)। প্রকাশ্যে মহিলাদের উদ্দেশ্যে ‘বেশি চেঁচালে গলা টিপে দেব’ বলে হুমকি ও তাঁদের ‘বাপ-বাপান্ত’ করে কুরুচিকর আক্রমণ করলেন বিজেপি নেতা। তাঁর কু-কথার জেরে শুক্রবার দুপুরে উত্তপ্ত হল খড়গপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ড। তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় মহিলারা। খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দিলীপ ঘোষের এই আচরণের তীব্র নিন্দা করেছে তৃণমূল। দিলীপ ঘোষের ক্ষমা চাওয়ার দাবি তুলে ওই ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রদীপ সরকার ঘটনার নিন্দা করেছেন। তিনি প্রশাসনের কাছে দিলীপের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও আবেদন করেছেন।
এদিন ঘটনার শুরু একটি রাস্তার উদ্বোধনকে ঘিরে। সাংসদ থাকাকালীন পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাঠপাড়ায় একটি রাস্তা তৈরির জন্য সাংসদ তহবিল থেকে টাকা বরাদ্দ করেছিলেন দিলীপ। এদিন তিনি আচমকাই সেই রাস্তার উদ্বোধন করতে আসেন। তখন স্থানীয় কয়েকজন মহিলা তাঁকে প্রশ্ন করেন, রাস্তা যখন খারাপ ছিল তখন কোথায় ছিলেন আপনি, এখন উদ্বোধন করতে চলে এসেছেন! যখন সাংসদ ছিলেন তখন তো আপনাকে এখানে দেখা যায়নি। তাঁদের প্রশ্নেই মেজাজ হারান বিজেপি নেতা। এরপরই শালীনতার সীমা ছাড়িয়ে দিলীপ বলেন, আমি টাকা দিয়েছি, কারও বাপের টাকা নয়, যা তোর বাপকে গিয়ে জিজ্ঞেস কর। মহিলা প্রতিবাদ জানিয়ে বলেন, আপনি বাপ তুলে কথা বলছেন কেন? জবাবে প্রাক্তন সাংসদ বলেন, বেশ করেছি, আরও তুলব। এরপর আরও গলা চড়িয়ে বলেন, দরকারে চোদ্দপুরুষ তুলব, দেখি কে কী করে? মহিলা পালটা বলেন, এই অধিকার আপনাকে কে দিয়েছে? দিলীপ বলেন, টাকা দিয়েছি,, তাই এসেছি বেশি চেঁচালে গলা টিপে দেব বলেও হুমকি দেন তিনি।

আরও পড়ুন-বিচারপতির বাড়িতে টাকার পাহাড়, হল প্রাইজ-পোস্টিং

প্রতিবাদে মহিলারা দিলীপ ঘোষের (Dilip Ghosh) গাড়ির ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন। ওঠে স্লোগান। এরপরই তাঁর নিরাপত্তারক্ষীরা কোনক্রমে তাঁকে এলাকা থেকে সরিয়ে নিয়ে যান। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনা নিয়ে ৬ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর প্রদীপ সরকার বলেন, উনি এখন সাংসদ বা বিধায়ক নন। তারপরেও কীভাবে কোন অধিকারে রাস্তা উদ্বোধন করতে এলেন? আমি জানলাম না, পুরসভাও কিছু জানে না রাস্তা উদ্বোধন হয়ে গেল? কোন অধিকারে তিনি মহিলাদের অপমান করলেন? তাঁদের বাপ-বাপান্ত করছেন, অসম্মান করছেন। তাঁর আরও অভিযোগ, দিলীপবাবু মহিলাদের গায়ে হাত দিয়েছেন, ধাক্কা মেরেছেন। দল এই ঘটনার তীব্র নিন্দা করছে। আমি এই ঘটনার জন্য প্রশাসনের কাছে দিলীপ ঘোষের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার আবেদন জানাচ্ছি। একজন প্রাক্তন সাংসদের মুখে এমন ভাষা শোভা পায় না।

Latest article