প্রতিবেদন : দলের কাছে নম্বর বাড়াতে গিয়ে কুৎসিত কাজ করলেন বিজেপি সাংসদ মনোজ টিগ্গা (manoj tigga)। মাদারিহাটের বিডিও-কে তাঁর দফতরে ঢুকে টেবিল চাপড়ে গালিগালাজ করেছেন। শালীনতার সমস্ত সীমা ছাড়িয়ে গিয়েছেন। এই ঘটনায় নিন্দার ঝড় চারদিকে। বুধবার বহু কর্মী-সমর্থককে সঙ্গে নিয়ে বিনা অনুমতিতে বিডিও অমিতকুমার চৌরাসিয়াকে তাঁর দফতরে ঢুকে অকথ্য ভাষায় গালিগালাজ করলেন সাংসদ। (manoj tigga) এই ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওই ভিডিওতে দেখা যাচ্ছে, সাংসদ মনোজ টিগ্গা এনআর মাদারিহাট বিডিও অফিসে বিডিও-র সামনে টেবিল চাপড়ে কথা বলছে। বিডিও তাঁর সঙ্গে ভদ্রভাবে কথা বলার চেষ্টা করলেও তিনি আঙুল উঁচিয়ে যা খুশি তাই বলে যাচ্ছেন বিডিওকে। সাম্প্রতিক বন্যায় মাদারিহাট ব্লকের তোর্সা নদী সংলগ্ন পূর্বখয়েরবাড়ি গ্রামে জল ঢুকে বন্যা হয়। সেখানে সরকারি নিয়ম মেনেই ত্রাণ বিলি করেন বিডিও। কিন্তু বিজেপি দলীয়ভাবে বন্যা নিয়ে রাজনীতি করতে পারেনি তাই বিডিও-র ওপর তাঁর এই ক্ষোভ বলে ধারণা রাজনৈতিক মহলের। এই ঘটনায় আতঙ্কিত বিডিও অমিতকুমার চৌরাশিয়া জানান, সাংসদ আমাকে কোনও কিছু না জানিয়েই এক দেড়শো লোক নিয়ে সেদিন আমার দফতরে চলে আসেন। তবুও আমি সাংসদ হিসেবে ওঁকে যথেষ্ট সম্মান করে বসে আলোচনার কথা বলি। কিন্তু তিনি কোনওভাবেই আমার সঙ্গে সুষ্ঠুভাবে আলোচনা করতে চাননি। তিনি সকলের সামনে আমাকে যা ইচ্ছে তাই বলেন এবং তার সঙ্গে থাকা লোকজন সেই ঘটনার ভিডিও করেন।
আরও পড়ুন- ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া নিয়ে বিজেপির বিশ্বাসঘাতকতা! জগন্নাথের সাসপেনশন দাবি অভিষেকের

