নিশীথের কুরুচিকর মন্তব্য, প্রতিবাদে পথে মহিলারা

Must read

সংবাদদাতা, কোচবিহার : এসআইআয়ের নামে বিজেপির উষ্কানি, নির্বাচন কমিশনের বিভ্রান্তিমূলক আচরণ। এরমধ্যে মাত্রা ছাড়াল বিজেপির প্রাক্তন হাফ মন্ত্রী নিশীথ প্রামাণিকের (Nishith Pramanik) কুরুচিকর মন্তব্যে। অপমানজনক মন্তব্যের প্রতিবাদে নিশীথের ছবিতে কালী দিয়ে প্রতিবাদে পথে নামলেন মহলিরা। ঘটনা বুধবার সন্ধের। বিএলওরা এনুমারেশন ফর্ম নিতে এলে মহিলারা ফর্ম ও নিশীথের মুখে কালি লাগানো ছবি নিয়ে সেখানে আসেন। বিক্ষুদ্ধ মহিলাদের অভিযোগ, দিনহাটা বিধানসভার নির্দিষ্ট এলাকার নাম ধরে নিশীথ প্রামানিক এক এক ব্যক্তির ৩০ থেকে ৪০টি করে ছেলে আছে বলে যে মন্তব্য করেছিলেন তাতে তিনি গোটা দিনহাটাকে অপমান করেছেন। আর তার প্রতিবাদেই এই বিক্ষোভ। প্রসঙ্গত, পুরোনো মামলায় হাজিরা দিতে দিনহাটা আদালতে এসে মঙ্গলবার নিশীথ আপত্তিকর মন্তব্য করেন। তিনি বলেন, কোচবিহার জেলার গীতালদহ, শুকারুর কুঠি সহ একাধিক এমন সীমান্তবর্তী এলাকা রয়েছে যেখানে বাবার নাম এক অথচ তার ৩০জনেরও অধিক ছেলে রয়েছে, এটা কখনো হতে পারে না। এমন মন্তব্যের পরই উঠেছে নিন্দার ঝড়। নিশীথের (Nishith Pramanik) এই মন্তব্যের সমালোচনা করেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। উদয়ন গুহ বলেন, মানুষের পাশে দাঁড়ান নি, মানুষকে সম্মানও করেন না বিজেপির প্রাক্তন হাফ মন্ত্রী। আর অবৈধ ভোটারের যে কথা নিশীথ বলেছেন তার একটাও যদি দেখাতে পারেন তাহলে রাজনীতি ছেড়ে দেব।

Latest article