জাতীয়

জাতির লজ্জা! মনরেগার নাম বদলে ভি বি-জি রাম জি, ছেঁটে ফেলা হল মহাত্মা গান্ধীর নাম

প্রতিবেদন : মনরেগাকে এবার পুরোপুরি ইতিহাসে পাঠিয়ে দিল কেন্দ্রের মোদি সরকার। আগেই বাংলার অস্তিত্ব মুছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছিল মনরেগা থেকে। রবীন্দ্রনাথের দেওয়া মহাত্মা নামটি সুকৌশলে বাদ দিয়েছিল বাংলা-বিরোধীরা। এবার মহাত্মা গান্ধীজির নাম পুরোপুরি মুছে ফেলার সমস্ত পরিকল্পনা সেরে ফেলল কেন্দ্র। নতুন বিলে ‘পূজ্য বাপু’ নামও রাখা হচ্ছে না।

আরও পড়ুন-লজ্জা! কেরলের বাম নেতার নিম্নরুচির মন্তব্য

সুকৌশলে ‘রাম’ নাম উল্লেখ করা হয়েছে সেখানে। এই মনরেগাকে ইতিহাসে পাঠিয়ে নতুন জনবিরোধী প্রকল্প আনা এবং রাজ্যের ঘাড়ে বিপুল আর্থিক বোঝা চাপানোর প্রতিবাদে গর্জে উঠল তৃণমূল। রাজনৈতিক সৌজন্য বা শিষ্টাচার মোদি সরকারের ধর্ম নয়৷ চিরকাল বিরোধী শিবির এবং বিরোধী রাজ্যের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই সিদ্ধহস্ত৷ মনরেগা নাম বদল করতে গিয়ে এবার মহাত্মা গান্ধীর অন্য পুরোপুরি মুছে ফেলতে চাইছে কেন্দ্রীয় সরকার। সোমবার সকালে প্রকাশিত সংসদীয় বুলেটিনে জানা যায়, দেশের গ্রামাঞ্চলের মানুষজনকে রোজগার প্রদান করার জন্য মোদি সরকার নতুন যে বিল আনছে তার নাম রাখা হচ্ছে বিকশিত ভারত—গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ), সংক্ষেপে ‘জি রাম জি’৷
সরকারের এই প্রবঞ্চনা শেষ হয়নি নাম পরিবর্তনে৷ জাতির জনক মহাত্মা গান্ধীর নাম সরিয়ে দিয়ে সুকৌশলে ধর্মীয় তাস খেলে ‘রাম’ নাম সংযুক্ত করার পরে মনরেগার বুনিয়াদি পরিকাঠামোরও পরিবর্তন করেছে মোদি সরকার৷ আগে মনরেগা প্রকল্পের ব্যয় বহন করত কেন্দ্রীয় সরকার৷ কিন্তু নতুন যে বিল সংসদে পেশ করা হবে সেখানে প্রকল্পের মোট ব্যয়ের ৪০ শতাংশ বহন করতে হবে রাজ্যকে, এমনই শর্তের উল্লেখ থাকছে৷ মোদি সরকারের এই সিদ্ধান্তের জেরে রাজ্যগুলির ঘাড়ে প্রচুর টাকার বোঝা চাপবে৷ এমনিতেই মনরেগা প্রকল্পে বাংলার ন্যায্য প্রাপ্য ৫২,০০০ কোটি টাকা আটকে রেখেছে মোদি সরকার৷ তার উপরে যদি ফের বাংলার ঘাড়ে এই প্রকল্পের ব্যয়বরাদ্দ নিয়ে চাপ তৈরি করা হয়, তাহলে তা নিতান্ত দুর্বিষহ যন্ত্রণার মতো হবে বলেই একমত রাজনৈতিক মহল৷ এর পাশাপাশি নতুন প্রস্তাবিত প্রকল্পে প্রতি বছর ১২৫ দিনের কাজের গ্যারান্টির কথা বলা হলেও চাষের সময়ে দু’মাস প্রকল্পের কাজ বন্ধ রাখার শর্তও চাপানো হচ্ছে৷ সোমবার লোকসভায় এই বিলটি পেশ করার কথা না থাকলেও এদিন দুপুরে সরকার একটি সাপ্লিমেন্টারি বিজনেস লিস্ট জারি করে এই বিল পেশের কথা জানায়৷

আরও পড়ুন-”দেবতার বিশ্রাম নেই” বাঁকে বিহারী মন্দিরে সময় নিয়ে প্রশাসনকে নিশানা সুপ্রিম কোর্টের

উল্লেখ্য, মনরেগা প্রকল্পের খোলনলচে বদলে ফেলে নতুন জনবিরোধী প্রকল্প শুরু করার জন্য কেন্দ্রীয় সরকার যে বিল পেশ করছে সংসদে, সর্বশক্তি দিয়ে তার বিরোধিতা করছে তৃণমূল কংগ্রেস৷ সোমবার লোকসভার বিষয় উপদেষ্টা কমিটির বৈঠকে এই বিলটির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন লোকসভায় তৃণমূলের মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার৷ অন্যদিকে রাজ্যসভায় দলনেতা ডেরেক ও’ব্রায়েন সরাসরি তোপ দেগেছেন মোদি সরকারকে নিশানা করে৷ তাঁর কথায়, মনরেগা থেকে মহাত্মা গান্ধীর নাম মুছে ফেলা গান্ধীজির অপমান৷ অবাক হচ্ছেন! এরাই সেই সব লোক যারা মহাত্মা গান্ধীর হত্যাকারীকে পুজো করেছিল৷ ওরা গান্ধীজিকে অপমান করতে চায়৷ আমরা কখনওই এটা হতে দেব না৷

Jago Bangla

Recent Posts

হাড় নিরাময়কারী আঠা

অর্থোপেডিক সার্জারির এক নতুন দিগন্ত। হাড় বা অস্থি, দেহের অন্যতম শক্ত অংশ যা আমাদের শরীরের…

2 minutes ago

স্মৃতিদের পাঁচে পাঁচ

বরোদা, ১৯ জানুয়ারি : ডব্লুপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর স্বপ্নের দৌড় অব্যাহত। সোমবার গুজরাট জায়ান্টসকে ৬১…

38 minutes ago

দিনের কবিতা

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের…

46 minutes ago

মঙ্গলবার ডায়মন্ড হারবারে সেবাশ্রয়-২ পরিদর্শনে অভিষেক বন্দ্যোপাধ্যায়

মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…

1 hour ago

সত্যিই আসন্ন মোদির বিদায়বেলা? বয়স নিয়ে খোঁচা গড়করির

নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…

11 hours ago

জঙ্গিদের সঙ্গে গুলির লড়াই, কিশতওয়ারে শহিদ জওয়ান

শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…

11 hours ago