ছিঃ তথাগত ছিঃ

নাগরিক সমাজের উচিত এইসব মানুষকে বয়কট করা, আদালতে বিচার চাওয়া। কারণ, এরাই আসলে নর্দমার পাঁক, যারা আসলে ভদ্র সমাজের মুখোশ পরে থাকে।

Must read

প্রতিবেদন : বিজেপি নেতারা কোন মানসিকতায় বসবাস করছেন, তার প্রমাণ রাখলেন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়। আরজি কর-কাণ্ড নিয়ে একটি ট্যুইটে তিনি যে মন্তব্য করেছেন, তাতে তিনি শুধু বাংলার মানুষকে অপমান করেছেন তাই নয়, তাঁর রুচি, শিক্ষা এবং চিন্তা-ভাবনা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে। নাগরিক সমাজের উচিত এইসব মানুষকে বয়কট করা, আদালতে বিচার চাওয়া। কারণ, এরাই আসলে নর্দমার পাঁক, যারা আসলে ভদ্র সমাজের মুখোশ পরে থাকে।

আরও পড়ুন-সাবিরের পরিবারকে চাকরি, অভিষেকের সাহায্য ৩ লক্ষ

রবিবার রাতে ত্রিপুরার এই প্রাক্তন রাজ্যপাল এক্স হ্যান্ডেলে লিখেছেন, অন্য রাজ্যে বিজেপি কর্মীরা যে ধর্ষণ করছে, তাতে বাংলার মানুষের লাফানোর কী আছে? এরপরেই নর্দমার কীটের মতো তাঁর মন্তব্য, ‘তোরা করতে পারিসনি বলে হিংসে হচ্ছে?’ ভাবা যায়! একজন তথাকথিত শিক্ষিত মানুষ, যিনি বিজেপির রাজ্য সভাপতি ছিলেন, ত্রিপুরার রাজ্যপাল ছিলেন, তিনি এ ভাষায় কথা বলবেন? মহিলাদের প্রতি ন্যূনতম সম্মান পোষণ করলে কেউ এমন মন্তব্য করতে পারেন? তোরা পারিসনি তাই হিংসে হচ্ছে? পুলিশের উচিত এদের এই সব ভাষা-সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া। বিজেপি অবশ্য এই সংস্কৃতিতেই অভ্যস্ত। ফলে তারা বিদ্রোহ ঘোষণা করবে, ভাবাটাই মূর্খামি।

Latest article