প্রতিবেদন : বাংলাদেশের যুবনেতা ওসমান হাদি হত্যাকাণ্ডে মহম্মদ ইউনুসের (Yunus) অন্তর্বর্তী সরকারকেই কাঠগড়ায় তুললেন নিহত হাদির বড়ভাই শরিফ ওমর হাদি। ঢাকার শাহবাগে আয়োজিত এক প্রতিবাদ সভায় ওসমান হাদির ভাই শরিফ ওমর হাদি সরকারকে নিশানা করে বলেন, আপনারাই ওসমান হাদিকে খুন করিয়েছেন। আর এখন এই ঘটনাকে হাতিয়ার করে বাংলাদেশের নির্বাচন ভেস্তে দেওয়ার চেষ্টা করছেন। আপনারা যারা রাষ্ট্রে ক্ষমতায় থাকাকালীন ওসমান হাদিকে খুন করা হয়েছে, এই হত্যার দায় আপনারা এড়াতে পারবেন না! ওসমান হাদি যদি ন্যায়বিচার না পায় তবে একদিন আপনাদেরও শেখ হাসিনার মতো দেশ ছাড়তে বাধ্য হতে হবে।
আরও পড়ুন- পর্যটন মরশুমে ৭ দিনই চালু সাফারি, সিদ্ধান্ত বন দফতরের

