দিল্লি মেট্রো (Delhi Metro) স্টেশনে প্রকাশ্যে প্রস্রাব করার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই চাঞ্চল্য ছড়াল দেশ জুড়ে। ঘটনাটি ঘিরে ফের তীব্র বিতর্ক শুরু হয়েছে নেটদুনিয়ায়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মে রেলিংয়ের ধারে দাঁড়িয়ে প্রস্রাব করছেন। ভিডিও করতে দেখে থেমে যান ওই ব্যক্তি এবং সেখান থেকে পালিয়ে যান। (যদিও ভিডিওর সত্যতা যাচাই করে নি জাগো বাংলা)।
আরও পড়ুন-মেসিকাণ্ডে শর্তসাপেক্ষে জামিন পেলেন শতদ্রু
ভিডিওটি প্রকাশ্যে আসতেই ক্ষোভে ফেটে পড়েছেন নিত্যযাত্রীরা এবং সাধারণ মানুষ। প্রতিদিন বহু মানুষ যে মেট্রোর উপর নির্ভর করেন, সেখানে এই ধরণের নিম্নরুচির ঘটনা উদ্বেগজনক বলে মনে করছেন সকলে। প্রশ্ন উঠছে আজকাল মানুষের সভ্যতা ও ভদ্রতা জ্ঞান নিয়েও।
দিল্লি মেট্রো রেল কর্পোরেশন (DMRC) বর্তমানে প্রায় ৪০০ কিলোমিটার দীর্ঘ নেটওয়ার্ক পরিচালনা করে। প্রতিদিন বিশাল অঙ্কের যাত্রী এই পরিষেবার উপর নির্ভরশীল। এর মাঝেই এই ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় দাবি উঠেছে, দ্রুত ওই ব্যক্তিকে শনাক্ত করে কড়া ব্যবস্থা নেওয়া উচিত। নিরাপত্তা ও শালীনতাকেই প্রশ্নের মুখে দাঁড় করাচ্ছে এই ব্যক্তির অভব্য আচরণ।
আরও পড়ুন-উন্নাও ধর্ষণকাণ্ডে দোষী কুলদীপের আর্জি খারিজ হাইকোর্টে
নেট দুনিয়ায় কটাক্ষের বন্যা বইছে। অনেকেই লিখছেন দিল্লি ও উত্তর ভারতের পুরুষদের মধ্যে এত নোংরা অভ্যাস কেন? এটা কি পারিবারিক শিক্ষা থেকেই আসে? জনসমক্ষে কীভাবে আচরণ করতে হয়, সেই শিক্ষা কোথায়? স্কুলের পাঠ্যক্রমে নাগরিক আচরণের শিক্ষা থাকার প্রয়োজনীয়তা নিয়েও প্রশ্ন উঠছে।
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…
ব্যুরো রিপোর্ট: শুনানির নামে হয়রানির প্রতিবাদে রাজ্যজুড়ে গর্জে উঠেছে তৃণমূল (ECI_TMC)। সোমবার মালদহ, কোচবিহার, রায়গঞ্জে…