পাটনা: প্রধানমন্ত্রী মোদির জন্মদিনে ঢালাও স্তুতি করতে গিয়ে কি লজ্জার সব সীমা ছাড়িয়ে ফেলল বিজেপি? প্রশ্ন উঠতে শুরু করেছে দেশের রাজনৈতিক মহলে৷ বুধবার সর্বভারতীয় প্রথম সারির ইংরেজি দৈনিক সংবাদপত্রগুলির প্রথম কয়েকটি পাতা জুড়ে ছিল শুধুই প্রধানমন্ত্রীর জন্মদিনের শুভেচ্ছা জানানো বিজ্ঞাপন৷ এই ঢক্কানিনাদকে নিশানা করেছে তৃণমূল কংগ্রেস৷ দলের রাজ্যসভার ডেপুটি লিডার সাগরিকা ঘোষ তাঁর এক্স হ্যান্ডেলে বিভিন্ন সংবাদপত্রের পাতার ছবি পোস্ট করে বলেছেন, আজকের সংবাদপত্রগুলি অবাক করার মতো৷ প্রতিটি পৃষ্ঠায় পাতা জুড়ে মোদির বিজ্ঞাপন, প্রচার এবং ব্যানার লাগানো৷ প্রধানমন্ত্রীকে জন্মদিনের শুভেচ্ছা৷ কিন্তু এত বেশি চাটুকারিতা জাতির স্বাস্থ্যের জন্য অত্যন্ত বিপজ্জনক৷ শুধু তাই নয়, টানা ১৭ দিন ধরে বিভিন্ন স্কুলে মোদির ছেলেবেলার কাহিনিতে অনুপ্রাণিত সিনেমা দেখানোর নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।
আরও পড়ুন-মোদির মা-কেই আসলে অসম্মান করেছে বিজেপি, সরব বিরোধীরা
মোদিকে নিয়ে এই স্তুতির মাঝেই তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ দোলা সেন তাঁর এক্স হ্যান্ডেলের পোস্টে বিশ্বকর্মা পুজোর প্রসঙ্গ তুলে ধরে বলেছেন, শ্রমিক বন্ধুরাই বিশ্বকর্মা৷ তাঁরাই সমাজ তৈরির কারিগর৷ এদিকে, বুধবার রাজধানী দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন পালন সংক্রান্ত অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন প্রান্তের সাফাই কর্মীদের জোর করে হুমকি দিয়ে হাজির করা হয়েছে বলে অভিযোগ করেছে আম আদমি পার্টি৷ দলের নেতা এবং দিল্লি সরকারের প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ বলেন, দিল্লির ত্যাগরাজ স্টেডিয়ামে আয়োজিত প্রধানমন্ত্রীর জন্মদিন পালনের অনুষ্ঠানে ভিড় জমানোর জন্য হুমকি দিয়ে নিয়ে যাওয়া হয়েছে দিল্লির সাফাই কর্মী এবং সরকারি বাসের ড্রাইভারদের৷ এই অনুষ্ঠানে উপস্থিত না হলে
তাদের পরিণাম টের পেতে হবে, দেওয়া হয়েছে হুমকি৷ এই ঘটনা অত্যন্ত লজ্জাজনক, সাফ জানান সৌরভ ভরদ্বাজ৷