লজ্জাজনক পরিস্থিতি রেলের, দায় স্বীকার করে পদত্যাগ করুন রেলমন্ত্রী

দেশের সব থেকে প্রভাবশালী গণপরিবহন মাধ্যম ভারতীয় রেলের শোচনীয় অবস্থার জন্য দায়ী মোদি সরকার- রাজ্যসভায় এই অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব

Must read

প্রতিবেদন: দেশের সব থেকে প্রভাবশালী গণপরিবহন মাধ্যম ভারতীয় রেলের শোচনীয় অবস্থার জন্য দায়ী মোদি সরকার- রাজ্যসভায় এই অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ সুস্মিতা দেব৷ রেলওয়ে অ্যামেন্ডমেন্ট বিল প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে তাঁর অভিযোগ, গত দশ বছরে মোদি সরকারের কার্যকালে ভারতীয় রেল মানেই যন্ত্রণা, দুর্ভোগ, প্রাণহানি, পদপিষ্ট হওয়ার ঘটনা, এবং অনিশ্চিত ভবিষ্যত৷ যে রেল একদিন গোটা দেশের গর্ব ছিল, আজ সেই রেলই দেশের আশঙ্কার কারণ হয়ে দাঁড়িয়েছে, অভিযোগ করেন সুস্মিতা দেব৷ ৬৭৮টি রেল দুর্ঘটনা ঘটেছে গত দশ বছরে। এই লজ্জাজনক অবস্থায় নৈতিক দায় স্বীকার করে অবিলম্বে পদত্যাগ করতে হবে রেল মন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে, রাজ্যসভায় দাবি জানান সুস্মিতা দেব৷ তাঁর মন্তব্য, প্রধানমন্ত্রী মোদির উচিত রেল মন্ত্রীকে ইস্তফা দিতে বলা।

আরও পড়ুন-আসন্ন গ্রীষ্মে হাওড়া শহরে পানীয় জল সরবরাহ নিয়মিত রাখতে বৈঠকে কেএমডিএ এবং পুরসভা

সুস্মিতা দেব যখন এই তোপ দাগছিলেন তখন রাজ্যসভায় উপস্থিত ছিলেন রেল মন্ত্রী নিজেই৷ তাঁর সামনেই রেল নিয়ে মোদি সরকারকে একহাত নেন সুস্মিতা দেব৷ রেলওয়ে অ্যামেন্ডমেন্ট বিলকে সংসদীয় কমিটির কাছে পাঠিয়ে পর্যালোচনার দাবিও জানান তিনি৷ বলেন, মোদি সরকারের রাজত্বে রেল নিয়ে শুধু বাগাড়ম্বর হয়েছে, বড় বড় প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, আসলে যাত্রী সুরক্ষা খাতে কোনও কাজই করা হয়নি।

Latest article